নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

ফেনীর সোনাগাজীতে চলাচলের রাস্তা নির্মাণ না হলে আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছে জেলে সম্প্রদায়ের পরিবারগুলো। বুধবার (২৬ নভেম্বর) সকালে চরমজলিশপুর ঈদগাঁ সংলগ্ন এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন তারা।  মানববন্ধনে তারা জানায়, ভোটের আগে সব দল এসে ভোটের জন্য বাড়ির রাস্তা নির্মাণের আশ্বাস দিয়ে যায়, ভোট শেষে কেউ খবর নেয় না। বিগত ৫০ বছর ধরে বিভিন্ন নির্বাচনের আগে প্রার্থীরা আমাদের আশ্বাস দিয়ে বোকা বানিয়েছে, এবার আর আমরা কারও আশ্বাসে ভোটকেন্দ্রে যাব না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই চরমজলিশপুর ইউনিয়নের দাশপাড়া জেলেবাড়ির চলাচলের রাস্তা নির্মাণ করে দিতে হবে। তারা আরও জানায়, দীর্ঘ ৫০ বছর ধরে আমরা চলাচলের রাস্তার অভাবে অনেক কষ্টে বসবাস করে আসছি, আমাদের স্কুল পড়ুয়া ছেলেমেয়েগুলো পানির উপরে বাঁশের সাঁকো দিয়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হয়। পানিতে পড়ে বই-পুস্তক ভিজে যায়। শারীরিকভাবেও অনেকে আহত হয়েছেন। এ ছাড়া কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। এ সময় প্রায় ৫ শতাধিক পরিবারের চলাচলের রাস্তাটি নির্মাণ করে তাদের কষ্ট লাগব

নির্বাচনের আগে রাস্তা সংস্কার না হলে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা

ফেনীর সোনাগাজীতে চলাচলের রাস্তা নির্মাণ না হলে আগামী নির্বাচনে ভোটকেন্দ্রে না যাওয়ার ঘোষণা দিয়েছে জেলে সম্প্রদায়ের পরিবারগুলো। বুধবার (২৬ নভেম্বর) সকালে চরমজলিশপুর ঈদগাঁ সংলগ্ন এলাকায় হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ট্রাস্ট আয়োজিত মানববন্ধনে এ ঘোষণা দেন তারা। 

মানববন্ধনে তারা জানায়, ভোটের আগে সব দল এসে ভোটের জন্য বাড়ির রাস্তা নির্মাণের আশ্বাস দিয়ে যায়, ভোট শেষে কেউ খবর নেয় না। বিগত ৫০ বছর ধরে বিভিন্ন নির্বাচনের আগে প্রার্থীরা আমাদের আশ্বাস দিয়ে বোকা বানিয়েছে, এবার আর আমরা কারও আশ্বাসে ভোটকেন্দ্রে যাব না। আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই চরমজলিশপুর ইউনিয়নের দাশপাড়া জেলেবাড়ির চলাচলের রাস্তা নির্মাণ করে দিতে হবে।

তারা আরও জানায়, দীর্ঘ ৫০ বছর ধরে আমরা চলাচলের রাস্তার অভাবে অনেক কষ্টে বসবাস করে আসছি, আমাদের স্কুল পড়ুয়া ছেলেমেয়েগুলো পানির উপরে বাঁশের সাঁকো দিয়ে হেঁটে দীর্ঘ পথ পাড়ি দিয়ে স্কুলে যেতে হয়। পানিতে পড়ে বই-পুস্তক ভিজে যায়। শারীরিকভাবেও অনেকে আহত হয়েছেন। এ ছাড়া কেউ মারা গেলে শ্মশানে নিয়ে যাওয়া কঠিন হয়ে যায়। এ সময় প্রায় ৫ শতাধিক পরিবারের চলাচলের রাস্তাটি নির্মাণ করে তাদের কষ্ট লাগব করতে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন তারা।

মানববন্ধনে অংশগ্রহণ করে চরমজলিশপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাফেজ আবুল বশর বলেন, বিগত ১৭ বছর যারা ক্ষমতায় ছিল,তারা বারবার আশ্বাস দিয়েও জেলে সম্প্রদায়ের বাড়ির চলাচলের রাস্তাটি করেনি। ইতোমধ্যে আমরা বিভিন্ন দপ্তরে যোগাযোগ করেছি, আশা করি অল্প সময়ের মধ্যে রাস্তাটির সমস্যা সমাধান হবে। 

এ সময় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনাইটেড পিপলস বাংলাদেশ ফেনী যুগ্ম সদস্য সচিব শাহরিয়ার মান্নান, যুবদল নেতা মো. সেলিম ও জাহাঙ্গীর আলম প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow