নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

বগুড়ার সারিয়াকান্দিতে ধানের শীষের ব্যানার টাঙাতে গিয়ে বিএনপির এক কর্মী আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে কাজলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল স্বাধীন বাজার এলাকায় ধানের শীষের ব্যানার টাঙাতে গাছে ওঠার সময় ডাল ভেঙে ইমান আলী প্রামাণিক (৪৫) নিচে পড়েন যান। এতে তার মেরুদণ্ডে আঘাত লাগে এবং কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত অচল হয়ে যায়। প্রাথমিকভাবে স্থানীয়রা তাকে মাদারগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন। ইমান আলীর স্ত্রী জাহানারা বেগম জানান, তার স্বামী প্রস্রাব ও পায়খানা করতে পারছেন না। মেরুদণ্ডের বেশ কয়েকটি হাড় ভেঙে গেছে। তার দিনমজুর স্বামীর চিকিৎসার ব্যয়বহন করা তাদের পক্ষে অসম্ভব। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন। সারিয়াকান্দি উপজেলা বিএনপির নেতারা জানিয়েছেন, পরিবারটি গরিব এবং চিকিৎসার জন্য জরুরি সহায়তা প্রয়োজন। বগুড়া-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম আহত কর্মীর চিকিৎসার সব ব

নির্বাচনের ব্যানার টাঙাতে গিয়ে আহত বিএনপি কর্মী

বগুড়ার সারিয়াকান্দিতে ধানের শীষের ব্যানার টাঙাতে গিয়ে বিএনপির এক কর্মী আহত হয়েছেন। তিনি বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

শুক্রবার (২৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে কাজলা ইউনিয়নের দুর্গম চরাঞ্চল স্বাধীন বাজার এলাকায় ধানের শীষের ব্যানার টাঙাতে গাছে ওঠার সময় ডাল ভেঙে ইমান আলী প্রামাণিক (৪৫) নিচে পড়েন যান। এতে তার মেরুদণ্ডে আঘাত লাগে এবং কোমর থেকে পায়ের পাতা পর্যন্ত অচল হয়ে যায়।

প্রাথমিকভাবে স্থানীয়রা তাকে মাদারগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে জামালপুর মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়। বর্তমানে তিনি পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন।

ইমান আলীর স্ত্রী জাহানারা বেগম জানান, তার স্বামী প্রস্রাব ও পায়খানা করতে পারছেন না। মেরুদণ্ডের বেশ কয়েকটি হাড় ভেঙে গেছে। তার দিনমজুর স্বামীর চিকিৎসার ব্যয়বহন করা তাদের পক্ষে অসম্ভব। তিনি সবার সহযোগিতা কামনা করেছেন।

সারিয়াকান্দি উপজেলা বিএনপির নেতারা জানিয়েছেন, পরিবারটি গরিব এবং চিকিৎসার জন্য জরুরি সহায়তা প্রয়োজন। বগুড়া-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী কাজী রফিকুল ইসলাম আহত কর্মীর চিকিৎসার সব ব্যয়বহন এবং পরিবারকে সহায়তার আশ্বাস দিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow