নির্বাচনে শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন ছুটি, জানা গেল বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা চার দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা চার দিন বন্ধ থাকবে। এদিকে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে। ছুটির প্রজ্ঞাপনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও বলা হয়, ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এ ছুটির আওতায় থাকবেন। অন্যদিকে, শিল্

নির্বাচনে শিক্ষাপ্রতিষ্ঠান কতদিন ছুটি, জানা গেল বিস্তারিত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে টানা চার দিনের ছুটি ঘোষণা করেছে সরকার। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন গত রোববার (২৫ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধ ও বৃহস্পতিবার) নির্বাচন উপলক্ষে সরকারি ছুটি থাকবে। এর সঙ্গে ১৩ ও ১৪ ফেব্রুয়ারি (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলো টানা চার দিন বন্ধ থাকবে।

এদিকে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের জন্য আগামী ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

ছুটির প্রজ্ঞাপনে জানানো হয়, উপদেষ্টা পরিষদের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটাধিকার প্রয়োগ ও ভোট গ্রহণের সুবিধার্থে নির্বাচনকালীন নির্বাহী আদেশে এ ছুটি ঘোষণা করা হয়েছে।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ১১ ও ১২ ফেব্রুয়ারি দেশের সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি অফিস, প্রতিষ্ঠান ও সংস্থায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীদের পাশাপাশি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এ ছুটির আওতায় থাকবেন।

অন্যদিকে, শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগের সুযোগ দিতে ১০ ফেব্রুয়ারি ২০২৬, মঙ্গলবার তাদের জন্য বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।

সরকারি সূত্র জানায়, নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতেই এই ছুটির ব্যবস্থা নেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow