নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বুড়িচংয়ে ইইউ পর্যবেক্ষক দলের জনমত যাচাই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রস্তুতি ও জনমত যাচাই করতে কুমিল্লার বুড়িচং উপজেলা সফর করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচন পর্যবেক্ষক দল।বৃহস্পতিবার বিকেলে বুড়িচং প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় পর্যবেক্ষক দলের সদস্যরা স্থানীয় সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের কথা শোনেন। এ সময় ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সদস্য মায়া হুরলিমান ও লার্স প্লাগমান উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে বাংলাদেশি দোভাষী হিসেবে দায়িত্ব পালন করেন আবু সালেহ্ এবং 'একান্নর জাগরণ' প্রকল্পের মাস্টার ট্রেইনার জেরিন আফরোজ।মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ও কা লের কণ্ঠ'র প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, জাকারিয়া খান সৌরভ, তারিকুল ইসলাম, পিয়াস, সোলেমান পাটোয়ারী ও আরিফুল ইসলাম মাহাদী। এছাড়া উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফয়েজ আহমেদসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।অনুষ্ঠানে 'একান্নর জাগরণ' প্রকল্পের মাস্টার ট্রেইনার

নির্বাচন ও গণভোটকে সামনে রেখে বুড়িচংয়ে ইইউ পর্যবেক্ষক দলের জনমত যাচাই

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই দিনে অনুষ্ঠিতব্য গণভোটকে সামনে রেখে মাঠপর্যায়ে প্রস্তুতি ও জনমত যাচাই করতে কুমিল্লার বুড়িচং উপজেলা সফর করেছে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি নির্বাচন পর্যবেক্ষক দল।

বৃহস্পতিবার বিকেলে বুড়িচং প্রেস ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় পর্যবেক্ষক দলের সদস্যরা স্থানীয় সাংবাদিক, স্কুল-কলেজের শিক্ষার্থী এবং সাধারণ মানুষের কথা শোনেন। এ সময় ইউরোপীয় ইউনিয়ন প্রতিনিধি দলের সদস্য মায়া হুরলিমান ও লার্স প্লাগমান উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে বাংলাদেশি দোভাষী হিসেবে দায়িত্ব পালন করেন আবু সালেহ্ এবং 'একান্নর জাগরণ' প্রকল্পের মাস্টার ট্রেইনার জেরিন আফরোজ।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন বুড়িচং প্রেস ক্লাবের সভাপতি কাজী খোরশেদ আলম, সহ-সাংগঠনিক সম্পাদক ও কা লের কণ্ঠ'র প্রতিনিধি আক্কাস আল মাহমুদ হৃদয়, জাকারিয়া খান সৌরভ, তারিকুল ইসলাম, পিয়াস, সোলেমান পাটোয়ারী ও আরিফুল ইসলাম মাহাদী। এছাড়া উপস্থিত ছিলেন বুড়িচং প্রেস ক্লাবের তথ্য বিষয়ক সম্পাদক মো. আব্দুল্লাহ, আপ্যায়ন বিষয়ক সম্পাদক ফয়েজ আহমেদসহ বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও সাধারণ মানুষ।

অনুষ্ঠানে 'একান্নর জাগরণ' প্রকল্পের মাস্টার ট্রেইনার জেরিন আফরোজ জানান, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় এবং ইউরোপিয়ান পার্টনারশিপ ফর ডেমোক্রেসি পরিচালিত 'এহেড বাংলাদেশ' ও 'জাগো ফাউন্ডেশন ট্রাস্ট' প্রকল্পের আওতায় এ আয়োজন করা হয়েছে। 'আমরা কেমন বাংলাদেশ চাই' শীর্ষক এই উদ্যোগের মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের মতামত ও প্রত্যাশা সরাসরি শোনা।

মতবিনিময় শেষে পর্যবেক্ষক দল সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ কেন্দ্র পরিদর্শন করে। এ সময় তারা নির্বাচনী পরিবেশ, প্রস্তুতি এবং জনসম্পৃক্ততার বিষয়গুলো সরেজমিনে পর্যবেক্ষণ করেন।

পর্যবেক্ষক দলের সদস্যরা জানান, আসন্ন ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ইউরোপীয় ইউনিয়নের একটি দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষণ মিশন বর্তমানে বাংলাদেশে কাজ করছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার সারাদেশে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রচারণা শুরু হয়েছে। আগামী ১২ ফেব্রুয়ারি একযোগে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow