নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার মওদুদের স্ত্রী

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসীমউদদীন মওদুদ। শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন। বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে প্রতিবেদকের সাথে কথা হলে হাসনা জসীমউদদীন মওদুদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমার স্বামী ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং আমি ৫০ বছরেরও বেশি সময় ধরে এই এলাকার সেবা করেছি। আওয়ামী লীগের প্রতিহিংসার কারণে ২০১৭ সাল থেকে আমি আমার বাড়ি হারিয়েছি। দলীয় নমিনেশন না পেয়ে আশাহত হয়েছি। তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম। তিনি বলেন, ‘দলের চেয়ারপারসন ও নতুন নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।২০ জানুয়ারির মধ্যে আমি সশরীরে গিয়ে প্রত্যাহারের কাজ শেষ করব। প্রসঙ্গত, হাসনা জসীমউদদীন মওদুদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী এবং পল্লীকবি জসীমউদদীনের মেয়ে। তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে স্বামী ব্যারিস্টার মওদুদ আহমেদের ছেড়ে দেওয়া নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ছিল

নির্বাচন থেকে সরে দাঁড়ালেন ব্যারিস্টার মওদুদের স্ত্রী

নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট ও সদর আংশিক) আসনে দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হয়েছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী হাসনা জসীমউদদীন মওদুদ। শেষ পর্যন্ত তিনি প্রার্থিতা প্রত্যাহার করবেন বলে সিদ্ধান্ত নিয়েছেন।

বুধবার (৭ জানুয়ারি) বিকেল ৫ টার দিকে প্রতিবেদকের সাথে কথা হলে হাসনা জসীমউদদীন মওদুদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আমার স্বামী ব্যারিস্টার মওদুদ আহমেদ এবং আমি ৫০ বছরেরও বেশি সময় ধরে এই এলাকার সেবা করেছি। আওয়ামী লীগের প্রতিহিংসার কারণে ২০১৭ সাল থেকে আমি আমার বাড়ি হারিয়েছি। দলীয় নমিনেশন না পেয়ে আশাহত হয়েছি। তাই স্বতন্ত্র প্রার্থী হয়েছিলাম।

তিনি বলেন, ‘দলের চেয়ারপারসন ও নতুন নেতৃত্বের প্রতি সম্মান জানিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি।২০ জানুয়ারির মধ্যে আমি সশরীরে গিয়ে প্রত্যাহারের কাজ শেষ করব।

প্রসঙ্গত, হাসনা জসীমউদদীন মওদুদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রয়াত ব্যারিস্টার মওদুদ আহমেদের স্ত্রী এবং পল্লীকবি জসীমউদদীনের মেয়ে। তিনি ১৯৮৬ ও ১৯৮৮ সালে স্বামী ব্যারিস্টার মওদুদ আহমেদের ছেড়ে দেওয়া নোয়াখালী-৫ আসনের সংসদ সদস্য ছিলেন। এবার এ আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন মো. ফখরুল ইসলাম।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow