নির্বাচন বানচালের জন্যই হাদির ওপর গুলি করা হয়েছে : সমমনা জোট

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচাল করার জন্যই ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ। শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন ড. ফরহাদ। এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে ওসমান হাদির ওপর এই সন্ত্রাসী হামলা। তবে কোনো ষড়যন্ত্রকারীরাই সফল হতে পারবে না। কারণ, জনগণ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে।  জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠন করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।   অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের এ আহ্বায়ক

নির্বাচন বানচালের জন্যই হাদির ওপর গুলি করা হয়েছে : সমমনা জোট

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় জাতীয় নির্বাচন বানচাল করার জন্যই ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির ওপর গুলি করা হয়েছে বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী সমমনা জোটের আহ্বায়ক ও এনপিপির চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ।

শুক্রবার (১২ ডিসেম্বর) বিকেলে এক বিবৃতিতে এই অভিযোগ করেন তিনি। ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়ে গণমাধ্যমে এই বিবৃতি দেন ড. ফরহাদ।

এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ফরিদুজ্জামান ফরহাদ বলেন, ২০২৬ সালের ১২ ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য একটি গোষ্ঠী ষড়যন্ত্র করছে। এরই অংশ হিসেবে ওসমান হাদির ওপর এই সন্ত্রাসী হামলা। তবে কোনো ষড়যন্ত্রকারীরাই সফল হতে পারবে না। কারণ, জনগণ ভোট দেয়ার জন্য উন্মুখ হয়ে রয়েছে। 

জনগণকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ঐক্যবদ্ধভাবে যেকোনো ষড়যন্ত্র মোকাবিলা করতে হবে। আগামী ফেব্রুয়ারির সংসদ নির্বাচনের মধ্যে দিয়ে একটা নির্বাচিত গণতান্ত্রিক সরকার গঠন করে দেশের স্বাধীনতা-সার্বভৌমত্ব রক্ষা করতে হবে।  

অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়ে জাতীয়তাবাদী সমমনা জোটের এ আহ্বায়ক  বলেন, সন্ত্রাসীদের চব্বিশ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে। সব প্রার্থীর নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow