নির্বাচন সুষ্ঠু করতে অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান আসলাম চৌধুরীর

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন।  সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন।  মনোনোয়ন জমা শেষে সাংবাদিকদের আসলাম চৌধুরী বলেন, দীর্ঘদিন পর মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছে। অবাধ, সুষ্টু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সরকারেরও দায়িত্ব। এজন্য এখন থেকেই অবৈধ অস্ত্র উদ্ধারসহ কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি। তিনি বলেন, সীতাকুণ্ডের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি। ২০১২-১৩ সাল থেকে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বহু নেতাকর্মী আহত ও নিহত হয়েছেন। নিজেও ২০১৬ সালে গ্রেপ্তার হয়ে দীর্ঘ আট বছর কারাবরণ করেছি। এসব ত্যাগের ধারাবাহিকতায় দল আমাকে মনোনয়ন দিয়েছে, যা সীতাকুণ্ডবাসীর প্রতি সম্মানের বহিঃপ্রকাশ। শিল্পাঞ্চল হিসেবে সীতাকুণ্ড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নির্বাচিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করে উদ্যোক্তাদের জন্য নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন। 

নির্বাচন সুষ্ঠু করতে অবৈধ অস্ত্র উদ্ধারের আহ্বান আসলাম চৌধুরীর

চট্টগ্রাম-৪ আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও দলটির চেয়ারপারসনের উপদেষ্টা আসলাম চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন। 

সোমবার (২৯ ডিসেম্বর) দুপুরে বিভাগীয় কমিশনার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি মনোনয়নপত্র জমা দেন। 

মনোনোয়ন জমা শেষে সাংবাদিকদের আসলাম চৌধুরী বলেন, দীর্ঘদিন পর মানুষ স্বাধীনভাবে ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাচ্ছে। অবাধ, সুষ্টু, সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়া সরকারেরও দায়িত্ব। এজন্য এখন থেকেই অবৈধ অস্ত্র উদ্ধারসহ কার্যকর উদ্যোগ নেওয়া জরুরি।

তিনি বলেন, সীতাকুণ্ডের মানুষের প্রত্যাশা ও আকাঙ্ক্ষার প্রতিফলন হিসেবেই আমি ধানের শীষ প্রতীকে নির্বাচন করছি। ২০১২-১৩ সাল থেকে ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নেতৃত্ব দিতে গিয়ে বহু নেতাকর্মী আহত ও নিহত হয়েছেন। নিজেও ২০১৬ সালে গ্রেপ্তার হয়ে দীর্ঘ আট বছর কারাবরণ করেছি। এসব ত্যাগের ধারাবাহিকতায় দল আমাকে মনোনয়ন দিয়েছে, যা সীতাকুণ্ডবাসীর প্রতি সম্মানের বহিঃপ্রকাশ।

শিল্পাঞ্চল হিসেবে সীতাকুণ্ড দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। নির্বাচিত হলে আইনশৃঙ্খলা পরিস্থিতি আরও সুসংহত করে উদ্যোক্তাদের জন্য নিরাপদ বিনিয়োগ পরিবেশ নিশ্চিত করার আশ্বাস দেন। 

চট্টগ্রামের ১৫টি উপজেলা ও ৩৪টি থানা এলাকা নিয়ে মোট ১৬টি সংসদীয় আসন রয়েছে। এর মধ্যে নগরে ৪টি, উত্তরে ৭টি এবং দক্ষিণে ৫টি আসন। ১১ ডিসেম্বর তপশিল ঘোষণার পর তিনজন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়ন ফরম বিতরণ শুরু হয়। আজ সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow