নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতির অন্যতম খাত গার্মেন্টস শিল্প। এই শিল্পে বিগত ১৭ বছর তেমন কোনো উন্নয়ন হয়নি। একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ সংকট দূর হবে না।’ সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরা ক্লাবে ‘ব্যবসায়ী সংকট ও রপ্তানির নিম্নমুখী ধারা : উত্তরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের দেশের অর্থনীতির ভিত্তি ব্যবসায়ীরা। আমরা (ব্যবসায়ীরা) যদি শেষ হয়ে যাই, তাহলে দেশের অর্থনীতি কখনো দাঁড়াতে পারবে না।’  আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ব্যবসায়ীদের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দলের মহানগর উত্তর শাখার এই যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের শিল্পখাতকে নতুন করে সাজানো হবে। যারা অর্থনীতির জন্য কাজ করেন, তাদের জন্য আমি কথা বলে যাব।’ কফিল উদ্দিন বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে (ঢাকা-১৮ আসন) দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি সংসদে যেতে পারি, আমি ব্যবসায়ীদের জন্য কথা বলব।’ 

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক ও রশিদ গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এম কফিল উদ্দিন আহমেদ বলেছেন, ‘বাংলাদেশের অর্থনীতির অন্যতম খাত গার্মেন্টস শিল্প। এই শিল্পে বিগত ১৭ বছর তেমন কোনো উন্নয়ন হয়নি। একটি নির্বাচিত সরকার না আসা পর্যন্ত এ সংকট দূর হবে না।’

সোমবার (১৭ নভেম্বর) সকালে রাজধানীর উত্তরা ক্লাবে ‘ব্যবসায়ী সংকট ও রপ্তানির নিম্নমুখী ধারা : উত্তরণে করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

কফিল উদ্দিন আহমেদ বলেন, ‘আমাদের দেশের অর্থনীতির ভিত্তি ব্যবসায়ীরা। আমরা (ব্যবসায়ীরা) যদি শেষ হয়ে যাই, তাহলে দেশের অর্থনীতি কখনো দাঁড়াতে পারবে না।’ 

আগামীতে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় আসলে ব্যবসায়ীদের জন্য কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দলের মহানগর উত্তর শাখার এই যুগ্ম আহ্বায়ক। তিনি বলেন, ‘আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের শিল্পখাতকে নতুন করে সাজানো হবে। যারা অর্থনীতির জন্য কাজ করেন, তাদের জন্য আমি কথা বলে যাব।’

কফিল উদ্দিন বলেন, ‘আসন্ন জাতীয় নির্বাচনে (ঢাকা-১৮ আসন) দল যদি আমাকে মনোনয়ন দেয় এবং আমি যদি সংসদে যেতে পারি, আমি ব্যবসায়ীদের জন্য কথা বলব।’ 

বিজিএমইএর সাবেক সভাপতি কাজী মনিরুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিজিএমইএর বর্তমান সভাপতি মাহমুদ হাসান খান, বিটিএমএর সভাপতি শওকত আজিজ রাসেল, বিজিবিএর সভাপতি মোহাম্মদ পাভেলসহ রপ্তানিমুখী বিভিন্ন খাতের শীর্ষ নেতা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। 

সভায় ব্যবসায়ীরা শিল্পখাতের সব সংকট থেকে উত্তরণে সরকারের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow