নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করতে গিয়ে আহত ওসি, অভিযুক্ত পলাতক

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে নিষিদ্ধ সংগঠন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতিকে আটক করতে গিয়ে সখিপুর থানার ওসি নাজিম উদ্দিন আহত হয়েছেন। শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদারকে আটক করতে অভিযান চালানো হয়। এ সময় সখিপুর বাজারে তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে ওসি নাজিম উদ্দিন আহত হন। এতে তার বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়। আহত ওসি নাজিম উদ্দিন বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে খোলা তেল বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করতে তিনি সখিপুর বাজারে যান। সেখানে উপস্থিত থাকার তথ্য পেয়ে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সোমেল সরদারকে আটক করতে গেলে পরিচয় ও দলীয় পদ সম্পর্কে জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যান। এ সময় পড়ে গিয়ে আঘাত পাই। ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শফিকুজ্জামান অপু জানান, ওসির বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ

নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে আটক করতে গিয়ে আহত ওসি, অভিযুক্ত পলাতক

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে নিষিদ্ধ সংগঠন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতিকে আটক করতে গিয়ে সখিপুর থানার ওসি নাজিম উদ্দিন আহত হয়েছেন।

শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে ভেদরগঞ্জ উপজেলার সখিপুর বাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন সখিপুর থানা ছাত্রলীগের সভাপতি আতিকুর রহমান সোমেল সরদারকে আটক করতে অভিযান চালানো হয়। এ সময় সখিপুর বাজারে তাকে শনাক্ত করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি ওসিকে ধাক্কা দিয়ে পালিয়ে যান। ধাক্কায় মাটিতে পড়ে গিয়ে ওসি নাজিম উদ্দিন আহত হন। এতে তার বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়।

আহত ওসি নাজিম উদ্দিন বলেন, সামনে নির্বাচনকে কেন্দ্র করে খোলা তেল বিক্রি না করতে ব্যবসায়ীদের সতর্ক করতে তিনি সখিপুর বাজারে যান। সেখানে উপস্থিত থাকার তথ্য পেয়ে নিষিদ্ধ সংগঠনের ছাত্রলীগ নেতা আতিকুর রহমান সোমেল সরদারকে আটক করতে গেলে পরিচয় ও দলীয় পদ সম্পর্কে জানতে চাওয়ার সঙ্গে সঙ্গে তিনি ধাক্কা দিয়ে দৌড়ে পালিয়ে যান। এ সময় পড়ে গিয়ে আঘাত পাই।

ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. শফিকুজ্জামান অপু জানান, ওসির বাম হাতের কনিষ্ঠ আঙুলের নখ ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়েছে।

শরীয়তপুরের ভেদরগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সৌম্য শেখর পাল বলেন, বিষয়টি অবগত আছি। আহত ওসি চিকিৎসা নিয়েছেন। অভিযুক্তকে আটক করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow