নিয়োগবিধি প্রণয়নের দাবিতে পঞ্চগড়ে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি শুরু

পঞ্চগড়ে নিয়োগবিধি ও নীতিমালা প্রণয়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মচারী পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা অবস্থান কর্মসূচি শুরু করেছেন। মঙ্গলবার সকাল থেকে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের আহ্বানে পঞ্চগড় সদর উপজেলা চত্বরে এই কর্মসূচি শুরু হয়।অবস্থান কর্মসূচিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা অ্যাসোসিয়েশন, পরিবার কল্যাণ সহকারী সমিতি এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির পঞ্চগড় শাখার সদস্যরা অংশ নেন। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে পরিবার কল্যাণ সহকারী, পরিদর্শক এবং পরিদর্শিকারা তাঁদের কর্মস্থল ছেড়ে উপজেলা চত্বরে চেয়ার নিয়ে বসে আছেন এবং তাঁদের দাবিদাওয়া নিয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় অবস্থানকারীরা "এক দফা এক দাবি, নিয়োগবিধি নিয়োগবিধি" বলে স্লোগান দেন। পরিবার পরিকল্পনা সহকারী মুক্তা বেগম এবং পরিদর্শক আহসান হাবিব বক্তব্য দেন।বক্তাদের দাবি, ২৬ বছর ধরে পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি করলেও তিনটি পদের কর্মচারীদের নিয়োগবিধি ও নীতিমালা নেই। এর ফলে একই পদে চাকরি করতে হচ্ছে, কোনো পদোন্নতি বা গ্রেড পরিবর্তন হচ্ছে না। অথচ রাজস্ব খাতে অন্যা

নিয়োগবিধি প্রণয়নের দাবিতে পঞ্চগড়ে পরিবার পরিকল্পনা কর্মীদের অবস্থান কর্মসূচি শুরু

পঞ্চগড়ে নিয়োগবিধি ও নীতিমালা প্রণয়নের দাবিতে পরিবার পরিকল্পনা কর্মচারী পরিদর্শক এবং পরিবার কল্যাণ সহকারীরা অবস্থান কর্মসূচি শুরু করেছেন। মঙ্গলবার সকাল থেকে পরিবার পরিকল্পনা মাঠ কর্মচারী অ্যাসোসিয়েশনের আহ্বানে পঞ্চগড় সদর উপজেলা চত্বরে এই কর্মসূচি শুরু হয়।

অবস্থান কর্মসূচিতে পরিবার কল্যাণ পরিদর্শিকা অ্যাসোসিয়েশন, পরিবার কল্যাণ সহকারী সমিতি এবং পরিবার পরিকল্পনা পরিদর্শক সমিতির পঞ্চগড় শাখার সদস্যরা অংশ নেন। আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এই কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়েছে। সদর উপজেলার ১০টি ইউনিয়ন থেকে পরিবার কল্যাণ সহকারী, পরিদর্শক এবং পরিদর্শিকারা তাঁদের কর্মস্থল ছেড়ে উপজেলা চত্বরে চেয়ার নিয়ে বসে আছেন এবং তাঁদের দাবিদাওয়া নিয়ে বক্তব্য দিচ্ছেন। এ সময় অবস্থানকারীরা "এক দফা এক দাবি, নিয়োগবিধি নিয়োগবিধি" বলে স্লোগান দেন। পরিবার পরিকল্পনা সহকারী মুক্তা বেগম এবং পরিদর্শক আহসান হাবিব বক্তব্য দেন।

বক্তাদের দাবি, ২৬ বছর ধরে পরিবার পরিকল্পনা বিভাগে চাকরি করলেও তিনটি পদের কর্মচারীদের নিয়োগবিধি ও নীতিমালা নেই। এর ফলে একই পদে চাকরি করতে হচ্ছে, কোনো পদোন্নতি বা গ্রেড পরিবর্তন হচ্ছে না। অথচ রাজস্ব খাতে অন্যান্য দপ্তরে কর্মরত নারী-পুরুষরা সহজেই পদোন্নতি ও গ্রেড পরিবর্তন পান। এ কারণে তাঁরা বৈষম্যের শিকার হচ্ছেন। পরিবার পরিকল্পনা পরিদর্শক আহসান হাবিব বলেন, দীর্ঘ ২৬ বছর ধরে মাঠ পর্যায়ে যারা চাকরি করছেন, তাঁদের কোনো নিয়োগবিধি নেই। ফলে যে পদে চাকরিতে প্রবেশ করেন, সেই পদেই তাঁদের অবসর নিতে হয়। তিনি জানান, তাঁরা এর আগেও আন্দোলন, মানববন্ধন ও সংবাদ সম্মেলন করেছেন, কিন্তু কর্তৃপক্ষ কোনো কর্ণপাত করেনি।

কর্মসূচিতে অংশ নেওয়া কর্মীরা জানিয়েছেন, তাঁদের দাবি আদায় না হলে তাঁরা কঠোর কর্মসূচি পালন করবেন এবং দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মস্থলে ফিরবেন না। অবিলম্বে নিয়োগবিধি চূড়ান্ত না হলে কঠোর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন তাঁরা।

পরিবার কল্যাণ সহকারী আরও বলেন, "আমাদের দাবি একটাই, ২৬ বছর ধরে কোনো নিয়োগবিধি নেই। পরিবার পরিকল্পনা মাঠ পর্যায়ের কর্মচারীরা বৈষম্যের শিকার হচ্ছেন। সামনে আমাদের সেবা সপ্তাহের কার্যক্রম বর্জন করব। প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি, আমাদের বৈষম্যমুক্ত করবেন। কারণ বর্তমান বাংলাদেশ বৈষম্যমুক্ত বাংলাদেশ, তাই আমাদের দাবি মেনে নিবেন। অন্যথায় আমরা কর্মস্থলে ফিরব না।" অবস্থান কর্মসূচিতে জেলার ৫০ জনের বেশি পরিবার কল্যাণ সহকারী, পরিদর্শক ও পরিদর্শিকা অংশ নেন। প্রতিদিন অফিস চলাকালীন সময়ে আগামী ১১ ডিসেম্বর পর্যন্ত এই অবস্থান কর্মসূচি পালন করবেন কর্মচারীরা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow