নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে এক হলেন শরীয়তপুর ৩ আসনের সব দল

শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) সংসদীয় আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও গতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে দলের মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর ধানের শীষ প্রতীকের সমর্থনে জামায়াতে ইসলামী বাদে প্রায় সব রাজনৈতিক দল একাত্মতা ঘোষণা করেছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের চর সাতমাটিয়া এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠক থেকে এ রাজনৈতিক ঐক্যের ঘোষণা আসে।  বৈঠকে গোসাইরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান ঢালির নেতৃত্বে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেন। বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শরীয়তপুর-৩ আসনের মানুষ গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এ প্রেক্ষাপটে অহিংস, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনীতির লক্ষ্যে ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর প্রতি সর্বদলীয় সমর্থন জানানো হয়েছে। ফজলুর রহমান বলেন

নুরুদ্দিন অপুর ধানের শীষের সমর্থনে এক হলেন শরীয়তপুর ৩ আসনের সব দল
শরীয়তপুর-৩ (ভেদরগঞ্জ-ডামুড্যা-গোসাইরহাট) সংসদীয় আসনের রাজনৈতিক অঙ্গনে নতুন উদ্দীপনা ও গতিশীলতা লক্ষ্য করা যাচ্ছে। বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সাবেক একান্ত সচিব ও শরীয়তপুর-৩ (ডামুড্যা-গোসাইরহাট-ভেদরগঞ্জ) আসনে দলের মনোনীত প্রার্থী মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপুর ধানের শীষ প্রতীকের সমর্থনে জামায়াতে ইসলামী বাদে প্রায় সব রাজনৈতিক দল একাত্মতা ঘোষণা করেছে। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় গোসাইরহাট উপজেলার ইদিলপুর ইউনিয়নের চর সাতমাটিয়া এলাকায় অনুষ্ঠিত এক উঠান বৈঠক থেকে এ রাজনৈতিক ঐক্যের ঘোষণা আসে।  বৈঠকে গোসাইরহাট উপজেলার সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি ফজলুর রহমান ঢালির নেতৃত্বে আওয়ামী লীগের বিপুলসংখ্যক নেতাকর্মী আনুষ্ঠানিকভাবে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর প্রতি তাদের পূর্ণ সমর্থন ঘোষণা করেন। বৈঠকে বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে শরীয়তপুর-৩ আসনের মানুষ গণতন্ত্র, উন্নয়ন ও ন্যায্য অধিকার থেকে বঞ্চিত। এ প্রেক্ষাপটে অহিংস, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক রাজনীতির লক্ষ্যে ধানের শীষের প্রার্থী মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর প্রতি সর্বদলীয় সমর্থন জানানো হয়েছে। ফজলুর রহমান বলেন, দলীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে আজ আমরা শরীয়তপুর-৩ আসনের মানুষের স্বার্থে এক হয়েছি। এলাকায় অহিংস পরিবেশ, শান্তি ও জনগণের ভোটাধিকার নিশ্চিত করতেই এই ঐক্য। তিনি আরও বলেন, জনগণের অধিকার ও উন্নয়নের প্রশ্নে সবাইকে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নেই। নেতাকর্মীরা আশাবাদ ব্যক্ত করে বলেন, মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপুর দূরদর্শী ও কার্যকর নেতৃত্বে শরীয়তপুর-৩ আসনে উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকবে এবং জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব হবে। এলাকার সার্বিক উন্নয়ন, দলীয় সংগঠনকে সুদৃঢ় করা এবং সাধারণ মানুষের অধিকার রক্ষায় তারা ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার করেন। উঠান বৈঠকে মিয়া নুরুদ্দিন আহম্মেদ অপু বলেন, ক্ষমতার লড়াই নয়, মানুষের অধিকার ও নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করাই আমার রাজনীতির মূল লক্ষ্য। সবাইকে সঙ্গে নিয়েই একটি অহিংস, শান্তিপূর্ণ ও উন্নত শরীয়তপুর গড়তে চাই। বৈঠকে আরও উপস্থিত ছিলেন, গোসাইরহাট উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও কোদালপুর ইউনিয়নের চেয়ারম্যান এস এম মিজানুর রহমান, কোচাইপট্টি ইউনিয়নের চেয়ারম্যান নাছির উদ্দিন স্বপন, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি ও সামান্তসার ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল রব সরদার, উপজেলা যুবলীগের সভাপতি নুরুজ্জামান মৃধা, সাধারণ সম্পাদক বাবলু মৃধা, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক হাবিব খান, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আলী আকবর সরদার, পৌরসভা যুবলীগের সাধারণ সম্পাদক রাজন সিকদারসহ বিভিন্ন ইউনিয়নের আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের প্রায় পাঁচ শতাধিক নেতাকর্মীসহ জনপ্রতিনিধি ও সামাজিক সংগঠনের নেতারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow