নূপুরের ধ্বনি
কখনো সহাস্যে বদন কখনো অশ্রুবিজড়িত আস্য কর্ণকুহরে বেজে ওঠে রিনিঝিনি সে মলের বাদ্য। নিদ্রিত দু’নয়ন সদা জাগ্রত— ভবিতব্য পরিধি এসে ভুলিয়ে দেয় অতীত আহ্লাদের পরিসীমা ক্ষীণ থেকে ক্ষীণতর হয় ম্লান হ্রাস স্তমিত হয়ে আসে নূপুরের সে ধ্বনি।
What's Your Reaction?