নেত্রকোণায় মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের অবস্থান কর্মসূচি
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজ নেত্রকোনায় তিন ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার মেডিকেল টেকনোলজিস্ট ও রেজিস্টার্ড ফার্মাসিস্টরা। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কর্মসূচি ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা সদর হাসপাতালের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়। বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কয়েকশত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে নীরব অবস্থান গ্রহণ করেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল: স্বাস্থ্যখাতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান , বর্তমান জনবল কাঠামো আধুনিকীকরণ ও গ্রেড বৈষম্য দূরীকরণ। ও চাকুরির নিরাপত্তা নিশ্চিত করা এবং আউটসোর্সিং বা অস্থায়ী নিয়োগের বদলে স্থায়ীকরণের মাধ্যমে পদগুলো পূরণ করা। অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন, নেত্রকোনা জেলা সভাপতি মোঃ জহিরুল ইসলাম ত
মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে আজ নেত্রকোনায় তিন ঘণ্টাব্যাপী অবস্থান কর্মসূচি পালন করেছেন জেলার মেডিকেল টেকনোলজিস্ট ও রেজিস্টার্ড ফার্মাসিস্টরা। সকাল ৮টা থেকে ১১টা পর্যন্ত কর্মসূচি ১১ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা থেকে বেলা ১১টা পর্যন্ত জেলা সদর হাসপাতালের সামনে এই অবস্থান কর্মসূচি পালিত হয়।
বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট দশম গ্রেড বাস্তবায়ন পরিষদের আয়োজিত এই কর্মসূচিতে জেলার বিভিন্ন হাসপাতাল, ক্লিনিক ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের কয়েকশত টেকনোলজিস্ট ও ফার্মাসিস্ট অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে নীরব অবস্থান গ্রহণ করেন। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে ছিল: স্বাস্থ্যখাতে টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের শূন্য পদে দ্রুত নিয়োগ প্রদান , বর্তমান জনবল কাঠামো আধুনিকীকরণ ও গ্রেড বৈষম্য দূরীকরণ। ও চাকুরির নিরাপত্তা নিশ্চিত করা এবং আউটসোর্সিং বা অস্থায়ী নিয়োগের বদলে স্থায়ীকরণের মাধ্যমে পদগুলো পূরণ করা।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ মেডিকেল টেকনোলজিস্ট অ্যাসোসিয়েশন, নেত্রকোনা জেলা সভাপতি মোঃ জহিরুল ইসলাম তালুকদার এবং সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ তারা বলেন, কোভিড মহামারীসহ দেশের প্রতিটি স্বাস্থ্যসেবায় টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা ফ্রন্টলাইন যোদ্ধা হিসেবে কাজ করে আসছেন। কিন্তু দীর্ঘ ৩১ বছর যাবত দশম গ্রেডের দাবিতে আন্দোলন করে আসছে কিন্তু সরকার দাবি আমলে নিচ্ছে না। দীর্ঘ ১৬ বছর নিয়োগ প্রক্রিয়া স্থবির থাকায় এবং সঠিক জনবল নীতি না থাকায় হাজার হাজার যোগ্য পেশাদার বেকার রয়েছেন। বক্তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, যদি দ্রুত সময়ের মধ্যে সরকারের পক্ষ থেকে তাদের যৌক্তিক দাবিগুলো মেনে নেওয়া না হয়, তবে ভবিষ্যতে কঠোর কর্মসূচির মাধ্যমে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
সকাল ১১টায় কর্মসূচি শেষ হলে অংশগ্রহণকারীরা শান্তিপূর্ণভাবে স্থান ত্যাগ করেন। তারা জানিয়েছেন, পরবর্তী কর্মসূচির সিদ্ধান্ত কেন্দ্রীয় কমিটির সাথে আলোচনার মাধ্যমে নেওয়া হবে। বর্তমানে জেলার স্বাস্থ্যসেবায় নিয়োজিত সকল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টরা কর্মস্থলে ফিরে গেছেন।
What's Your Reaction?