নেদারল্যান্ডসে প্রযুক্তি খাতে বছরে ৪০ হাজার কর্মীর চাহিদা, সম্ভাবনায় বাংলাদেশ

ইউরোপের প্রযুক্তি সমৃদ্ধ দেশ নেদারল্যান্ডসে প্রতি বছর প্রায় ৪০ হাজার দক্ষ প্রযুক্তি পেশাজীবীর চাহিদা রয়েছে। এই ঘাটতি পূরণে বাংলাদেশের দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তি সেবা রপ্তানির বড় সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সিন্ডিকেট হলে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক সুযোগ উন্মোচন : বাংলাদেশ-ডাচ আইসিটি শিল্প সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়। বাংলাদেশের তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের প্রতিষ্ঠান, স্টার্টআপ ও উদ্যোক্তাদের সঙ্গে নেদারল্যান্ডসের প্রযুক্তি কোম্পানিগুলোর সহযোগিতা জোরদার এবং দক্ষ জনশক্তির কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেমিনারটির আয়োজন করা হয়। এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং ও আন্তর্জাতিক ব্যবসা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. খন্দকার নাহিন মামুন। তিনি বলেন, নেদারল্যান্ডসে বর্তমানে ৭৫ হাজারের বেশি আইটি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ৭ লাখ দক্ষ কর্মী কাজ করছেন। প্রতি বছর সে

নেদারল্যান্ডসে প্রযুক্তি খাতে বছরে ৪০ হাজার কর্মীর চাহিদা, সম্ভাবনায় বাংলাদেশ

ইউরোপের প্রযুক্তি সমৃদ্ধ দেশ নেদারল্যান্ডসে প্রতি বছর প্রায় ৪০ হাজার দক্ষ প্রযুক্তি পেশাজীবীর চাহিদা রয়েছে। এই ঘাটতি পূরণে বাংলাদেশের দক্ষ মানবসম্পদ ও প্রযুক্তি সেবা রপ্তানির বড় সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।

বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের (এনএসইউ) সিন্ডিকেট হলে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিবিসিসিআই) উদ্যোগে আয়োজিত ‘আন্তর্জাতিক সুযোগ উন্মোচন : বাংলাদেশ-ডাচ আইসিটি শিল্প সহযোগিতা’ শীর্ষক সেমিনারে এসব তথ্য তুলে ধরা হয়।

বাংলাদেশের তথ্যপ্রযুক্তি (আইসিটি) খাতের প্রতিষ্ঠান, স্টার্টআপ ও উদ্যোক্তাদের সঙ্গে নেদারল্যান্ডসের প্রযুক্তি কোম্পানিগুলোর সহযোগিতা জোরদার এবং দক্ষ জনশক্তির কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে সেমিনারটির আয়োজন করা হয়।

এতে প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং ও আন্তর্জাতিক ব্যবসা বিভাগের প্রধান সহকারী অধ্যাপক ড. খন্দকার নাহিন মামুন।

তিনি বলেন, নেদারল্যান্ডসে বর্তমানে ৭৫ হাজারের বেশি আইটি প্রতিষ্ঠান রয়েছে, যেখানে প্রায় ৭ লাখ দক্ষ কর্মী কাজ করছেন। প্রতি বছর সেখানে নতুন করে প্রায় ৪০ হাজার দক্ষ প্রযুক্তি পেশাজীবীর প্রয়োজন হয়। এছাড়া দেশটিতে প্রযুক্তি খাতের গবেষণায় বছরে ৮ থেকে ১০ বিলিয়ন ইউরো বিনিয়োগ করা হয়, যা দেশটির মোট জিডিপির ২ থেকে ৩ শতাংশ। এসব সুযোগ কাজে লাগিয়ে বাংলাদেশ দক্ষ মানবসম্পদ ও বিভিন্ন প্রযুক্তি সেবা রপ্তানি করতে পারে।

সেমিনারে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল হান্নান চৌধুরী বলেন, দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে চাহিদাভিত্তিক দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে এনএসইউ কাজ করছে। নেদারল্যান্ডসের বাজার লক্ষ্য করে নেওয়া যে কোনো উদ্যোগে বিশ্ববিদ্যালয়টি পাশে থাকবে বলেও তিনি জানান।

বিশেষ ডায়ালগ অধিবেশনে প্রযুক্তি প্রতিষ্ঠান ডিজিবক্সের প্রধান নির্বাহী রেজোয়ানুল হক জামি বলেন, তৈরি পোশাক খাতের মতো বাংলাদেশের প্রযুক্তি খাতের সক্ষমতার আন্তর্জাতিক প্রচারণা এখনো পর্যাপ্ত নয়। বাংলাদেশের আইটি খাতে যে মেধা ও দক্ষতা রয়েছে, তা বিশ্ববাজারে আরও কার্যকরভাবে তুলে ধরতে হবে।

ডিবিসিসিআই সভাপতি শাখাওয়াত হোসেন মামুনের সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে বক্তারা বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যে আইসিটি খাতে বিনিয়োগ, প্রশিক্ষণ, ব্যবসায়িক সহযোগিতা ও নেটওয়ার্ক সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে নেদারল্যান্ডসে বাংলাদেশি তরুণদের সম্মানজনক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং নেদারল্যান্ডসের বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় দুই দেশের আইটি কোম্পানির মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার আহ্বান জানান তারা।

সেমিনারে আরও বক্তব্য দেন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. রোকনুজ্জামান, নেক্সক্রাফট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ শাহরিয়ার খান, নেদারল্যান্ডসের প্রযুক্তি প্রতিষ্ঠান সিসকোর আইওটি সেলস চ্যানেল লিড মুরাদ মুহৌতি এবং মাইন্ডশেপারের প্রধান নির্বাহী শাহিনুর ইসলাম।

আরও বক্তব্য দেন- আইসিটি অলিম্পিয়াড বাংলাদেশের ট্রাস্টি সদস্য নিউটন বিএ ওয়াহিদ, জাপানের মিয়াজাকি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মালেক, ডাটা সফটের প্রেসিডেন্ট মো. মঞ্জুর মাহমুদ এবং নেদারল্যান্ডসের এবিএন এমরোর আইটি চ্যাপ্টার লিড ইমরান হাশিমসহ অন্যরা।
 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow