নেপালে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে পুরস্কৃত ‘নো ডাইস’
নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ১৪তম নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (NAIFF)-এ পুরস্কার অর্জন করেছে বগুড়ার তরুণ নির্মাতা সাগর ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নো ডাইস’।
চলচ্চিত্রটি উৎসবের Best International Short Film বিভাগে Honourable Mention লাভ করে।
গত ১৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলা এই আন্তর্জাতিক উৎসবে বিশ্বের ২০টি দেশের ৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। আন্তর্জাতিক জুরি বোর্ড ‘নো ডাইস’-এর বিষয়বস্তুর গভীরতা, নির্মাণশৈলী ও দার্শনিক উপস্থাপনাকে বিশেষভাবে মূল্যায়ন করেন।
নির্মাতা সাগর ইসলাম জানান, জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মানব অস্তিত্বের প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে প্রতীকী ভাষার মাধ্যমে একটি নীরব বার্তা তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক এ স্বীকৃতি ভবিষ্যতে আরও সততা ও দায়বদ্ধতার সঙ্গে গল্প বলার অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি উল্লেখ করেন এবং আয়োজক ও জুড়িবোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
উৎসবে বাংলাদেশের আরও দুটি চলচ্চিত্র পুরস্কার পায়, একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’ বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ক্যাটাগরিতে, যার পরিচালক স্বনামধন্য খন্দকার সুমন ও আরেকটি
নেপালের কাঠমান্ডুতে অনুষ্ঠিত ১৪তম নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (NAIFF)-এ পুরস্কার অর্জন করেছে বগুড়ার তরুণ নির্মাতা সাগর ইসলাম পরিচালিত স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘নো ডাইস’।
চলচ্চিত্রটি উৎসবের Best International Short Film বিভাগে Honourable Mention লাভ করে।
গত ১৫ থেকে ১৯ জানুয়ারি পর্যন্ত চলা এই আন্তর্জাতিক উৎসবে বিশ্বের ২০টি দেশের ৪৩টি চলচ্চিত্র প্রদর্শিত হয়। আন্তর্জাতিক জুরি বোর্ড ‘নো ডাইস’-এর বিষয়বস্তুর গভীরতা, নির্মাণশৈলী ও দার্শনিক উপস্থাপনাকে বিশেষভাবে মূল্যায়ন করেন।
নির্মাতা সাগর ইসলাম জানান, জীবনের একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ও মানব অস্তিত্বের প্রশ্নকে কেন্দ্র করে নির্মিত এই চলচ্চিত্রে প্রতীকী ভাষার মাধ্যমে একটি নীরব বার্তা তুলে ধরা হয়েছে। আন্তর্জাতিক এ স্বীকৃতি ভবিষ্যতে আরও সততা ও দায়বদ্ধতার সঙ্গে গল্প বলার অনুপ্রেরণা জোগাবে বলেও তিনি উল্লেখ করেন এবং আয়োজক ও জুড়িবোর্ডের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে।
উৎসবে বাংলাদেশের আরও দুটি চলচ্চিত্র পুরস্কার পায়, একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র ‘সাঁতাও’ বেস্ট ইন্টারন্যাশনাল ফিল্ম ক্যাটাগরিতে, যার পরিচালক স্বনামধন্য খন্দকার সুমন ও আরেকটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ঝরাপাতার চিঠি’ বেস্ট ওমেন ফিল্ম ক্যাটাগরিতে পুরস্কার পায়- যার পরিচালক শায়লা রহমান তিথী।
সাগর ইসলামের নো ডাইস ইটালিতেও দুটি আন্তর্জাতিক পুরস্কার অর্জন করে।
উল্লেখ্য, নেপাল আফ্রিকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব দক্ষিণ এশিয়া ও আফ্রিকার চলচ্চিত্র নির্মাতাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক মঞ্চ হিসেবে পরিচিত।