নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, নোবিপ্রবি’র ভিত্তি প্রস্তর স্থাপনকারী বেগম খালেদা জিয়ার স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শোকসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটরিয়ামে এ শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়। নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম,নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুর আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ,নোবিপ্রবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুন নবী, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যপক ড. মো. জাহাঙ্গীর সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, সামাজিক বিজ্ঞ

নোবিপ্রবিতে বেগম খালেদা জিয়ার স্মরণে শোকসভা

সাবেক প্রধানমন্ত্রী, বিএনপি চেয়ারপার্সন, নোবিপ্রবি’র ভিত্তি প্রস্তর স্থাপনকারী বেগম খালেদা জিয়ার স্মরণে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) শোকসভা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ শহিদ মোহাম্মদ রুহুল আমিন অডিটরিয়ামে এ শোকসভা অনুষ্ঠিত হয়। শোকসভা শেষে বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনা করে দোয়া পরিচালনা করা হয়।

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ শফিকুল ইসলামের সভাপতিত্বে শোকসভায় উপস্থিত ছিলেন নোয়াখালী-৫ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম,নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহবুর আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশীদ আজাদ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ রেজওয়ানুল হক, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ মুরাদ,নোবিপ্রবি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. আসাদুন নবী, শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যপক ড. মো. জাহাঙ্গীর সরকার, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান, সামাজিক বিজ্ঞান ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. রোকনুজ্জামান সিদ্দিকী, বিবি খাদিজা হলের প্রভোস্ট ড. মো. আবদুল কাইয়ুম মাসুদ, নোবিপ্রবি প্রক্টর এ এফ এম আরিফুর রহমান, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজিদ হোছাইন চৌধুরী, রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ সাইফুল ইসলাম, পদার্থবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ জাবেদ হোসেন, সংস্থাপন শাখার উপ-রেজিস্ট্রার মোহাম্মদ ইসমাইল হোসেন ও শাখা কর্মকর্তা মো. জিয়াউর রহমানসহ শিক্ষকরা।

এ সময় বক্তারা বলেন, শিক্ষার প্রতি বেগম খালেদা জিয়ার আগ্রহের কারণে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সমূহের যাত্রা শুরু হয় এবং তাঁর হাত ধরেই উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরু হয়। নকলমুক্ত শিক্ষাঙ্গন, কারিগরী শিক্ষার যাত্রা এবং প্রাথমিক শিক্ষা বাধ্যতামূলকে তার অবদান অনস্বীকার্য। দেশের অর্থনীতিতে ভ্যাটের প্রচলন, মুক্তবাজার অর্থনীতিসহ বিভিন্ন ক্ষেত্রেও তিনি অবদান রেখেছেন।

বেগম খালেদা জিয়া গৃহবধু থেকে হয়েছেন রাজপথের কাণ্ডারী। দেশকে বিদেশিদের কাছে তিনি কখনোই বিক্রি করেননি। প্রতিরক্ষা ক্ষেত্রেও তিনি সাফল্যের স্বাক্ষর রেখেছেন। ফ্যাসিবাদি সরকার পতনে তিনি ছিলেন ঐক্যের প্রতীক। তার জীবনাদর্শ থেকে আমাদের শিক্ষা গ্রহণ করতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow