‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে সমন্বয় সভা হয়েছে।  সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় দেওয়ানবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এ সভা হয়।  এতে সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম। সভাপতির বক্তব্যে তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদিসহ জুলাই আন্দোলনের সব শহীদের হত্যাকারীরা আজও বিচারের বাইরে রয়ে গেছে। এই নির্মম হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। অবিলম্বে সুষ্ঠু বিচার নিশ্চিত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না এবং জাতি কখনো দায়মুক্ত হতে পারবে না। সভায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না। চট্টগ্রাম মহানগরীর সব আসনের ১১ দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই দেশের মানুষ পরিবর্তন চায়। ৫ আগস্ট জুলাই আন্দোলনের শহীদের আকাঙ্ক্ষা ছিল চাঁদা-সন্ত্রাস-দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠন। সভায় ব

‘ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না’

চট্টগ্রাম মহানগরী ১১ দলীয় নির্বাচনী ঐক্যের উদ্যোগে সমন্বয় সভা হয়েছে। 

সোমবার (২৬ জানুয়ারি) সকাল সাড়ে ১১টায় দেওয়ানবাজারে বাংলাদেশ জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগর কার্যালয়ে এ সভা হয়। 

এতে সভাপতির বক্তব্য দেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, শহীদ শরিফ ওসমান হাদিসহ জুলাই আন্দোলনের সব শহীদের হত্যাকারীরা আজও বিচারের বাইরে রয়ে গেছে। এই নির্মম হত্যাকাণ্ড জাতির ইতিহাসে এক কলঙ্কজনক অধ্যায়। অবিলম্বে সুষ্ঠু বিচার নিশ্চিত করে খুনিদের সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে। ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে শহীদদের আত্মা শান্তি পাবে না এবং জাতি কখনো দায়মুক্ত হতে পারবে না।

সভায় ১১ দলীয় নির্বাচনী ঐক্যের নেতারা বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠা না হলে জাতি দায়মুক্ত হতে পারে না। চট্টগ্রাম মহানগরীর সব আসনের ১১ দলের প্রার্থীদের বিজয় নিশ্চিত করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই দেশের মানুষ পরিবর্তন চায়। ৫ আগস্ট জুলাই আন্দোলনের শহীদের আকাঙ্ক্ষা ছিল চাঁদা-সন্ত্রাস-দুর্নীতিমুক্ত, বৈষম্যহীন নতুন বাংলাদেশ গঠন।

সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য, চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ১১ দলীয় নির্বাচনী ঐক্যের সমন্বয়ক মোহাম্মদ উল্লাহর সঞ্চালনায় আরও বক্তব্য দেন বাংলাদেশ খেলাফত মজলিসের সভাপতি মাওলানা এমদাদ উল্লাহ সোহাইল, খেলাফত মজলিসের মহানগর সভাপতি অধ্যাপক খুরশীদ আলম, বাংলাদেশ নেজাম ইসলাম পার্টির মহানগরী আমির মাওলানা জিয়াউল হোসাইন জিয়া।

আরও বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির মহানগর যুগ্ম সমন্বয়ক জোবায়ের হোসাইন, লিবারেল ডেমোক্রেটিক পার্টির মহানগর সভাপতি সৈয়দ গিয়াস উদ্দিন আলম, আমার বাংলাদেশ পার্টির মহানগর আহ্বায়ক অ্যাডভোকেট গোলাম ফারুক, জাতীয় গণতান্ত্রিক পার্টির কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য ও মহানগর সভাপতি আবু মোজাফফর মুহাম্মদ আনাস, বাংলাদেশ লেবার পার্টির মহানগর সভাপতি আলা উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও চট্টগ্রাম মহানগরীর অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ফয়সাল মুহাম্মদ ইউনুস, চট্টগ্রাম মহানগরীর জামায়াতের সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম মহানগর শ্রমিককল্যাণ ফেডারেশনের সভাপতি এসএম লুৎফর রহমান, খেলাফত মজলিস মহানগরের সহসভাপতি মুহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow