পঞ্চগড়ে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় এতিমদের নিয়ে দোয়া মাহফিল

পঞ্চগড়ে মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলামের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে হাজারো নেতাকর্মী নিয়ে এই দোয়া মাহফিল কর্মসূচি পালিত হয়।এতে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু উপস্থিত ছিলেন। পৌর বিএনপির সদস্য আব্দুল্লাহ মামুন রনিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট আব্দুল বারি, সাবেক ছাত্রদল নেতা ও জাসাসের সাংগঠনিক সম্পাদক ইউনুস শেখ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ পৌর এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার এতিম ছাত্ররা অংশ নেন।মাহফিল শেষে কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব মুফতি আ ন ম আব্দুল করিমের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সুস্থতার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়। এর আগে সাবেক মেয়র তৌহিদুল ইসলাম বেগম খালেদা জিয়ার জীবনী

পঞ্চগড়ে খালেদা জিয়ার রোগমুক্তির কামনায় এতিমদের নিয়ে দোয়া মাহফিল

পঞ্চগড়ে মাদ্রাসার এতিম ছাত্রদের নিয়ে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩ ডিসেম্বর) বিকেলে পঞ্চগড় পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক মেয়র তৌহিদুল ইসলামের আয়োজনে পঞ্চগড় সরকারি অডিটোরিয়াম চত্বরে হাজারো নেতাকর্মী নিয়ে এই দোয়া মাহফিল কর্মসূচি পালিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে পঞ্চগড় জেলা বিএনপির আহ্বায়ক জাহেরুল ইসলাম কাচ্চু উপস্থিত ছিলেন। পৌর বিএনপির সদস্য আব্দুল্লাহ মামুন রনিকের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে পঞ্চগড় আদালতের সরকারি কৌশলী অ্যাডভোকেট আব্দুল বারি, সাবেক ছাত্রদল নেতা ও জাসাসের সাংগঠনিক সম্পাদক ইউনুস শেখ, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক রোকনুজ্জামান জাপান, জেলা যুবদলের সভাপতি ফেরদৌস ওয়াহিদ রাসেলসহ পৌর এলাকার মসজিদের ইমাম, মুয়াজ্জিন এবং মাদ্রাসার এতিম ছাত্ররা অংশ নেন।

মাহফিল শেষে কেন্দ্রীয় মসজিদের সাবেক খতিব মুফতি আ ন ম আব্দুল করিমের পরিচালনায় দোয়া অনুষ্ঠিত হয়। এ সময় সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার রোগমুক্তি কামনা করে সুস্থতার জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ জানানো হয়। এর আগে সাবেক মেয়র তৌহিদুল ইসলাম বেগম খালেদা জিয়ার জীবনী আলোচনা করতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন।

তিনি বলেন, "দেশের জন্য গণতন্ত্রকে সঠিক পথে চালাতে খালেদা জিয়ার মতো দেশমাতার এই মুহূর্তে তার প্রয়োজন। আমি আশা করি, আমাদের দেশনেত্রী আবারও সুস্থ হয়ে বিএনপিকে নেতৃত্ব দেবেন। আজকে শুধুমাত্র দেশনেত্রী ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জন্য পৌর এলাকার কয়েকটি মাদ্রাসার এতিম ছাত্র এবং মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ দলীয় নেতাকর্মীরা এই দোয়া মাহফিলে অংশ নিয়ে প্রমাণ করেছেন খালেদা জিয়ার জন্য পঞ্চগড়ের মানুষের ভালোবাসা।"

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow