পঞ্চগড়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে ৮০০ মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা
পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রান্তিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে আটোয়ারী পাইলট হাই স্কুল মাঠে নুর অ্যান্ড নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে ভিড় করেন। মেডিকেল ক্যাম্পে ১১ জন অভিজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য সেবা এবং পরামর্শ দেন। তাঁদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ। সাধারণ জ্বর, সর্দি-কাশি থেকে শুরু করে দীর্ঘদিনের জটিল রোগে ভোগা রোগীদেরও মনোযোগ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। আয়োজকরা জানান, দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৮ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। একই সঙ
পঞ্চগড়ের আটোয়ারীতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে প্রান্তিক মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে এই উদ্যোগ এলাকাজুড়ে প্রশংসা কুড়িয়েছে।
শুক্রবার (২ জানুয়ারি) সকাল থেকে আটোয়ারী পাইলট হাই স্কুল মাঠে নুর অ্যান্ড নাজাত ফাউন্ডেশনের উদ্যোগে এই ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পটির সার্বিক সহযোগিতায় ছিল ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। সকাল থেকেই আশপাশের বিভিন্ন এলাকা থেকে রোগীরা চিকিৎসা নিতে ভিড় করেন। মেডিকেল ক্যাম্পে ১১ জন অভিজ্ঞ চিকিৎসক স্বাস্থ্য সেবা এবং পরামর্শ দেন। তাঁদের মধ্যে ছিলেন মেডিসিন বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ, অর্থোপেডিক বিশেষজ্ঞ, চর্ম ও যৌন রোগ বিশেষজ্ঞ, প্রসূতি ও স্ত্রী রোগ বিশেষজ্ঞ এবং মুখ ও দন্তরোগ বিশেষজ্ঞ।
সাধারণ জ্বর, সর্দি-কাশি থেকে শুরু করে দীর্ঘদিনের জটিল রোগে ভোগা রোগীদেরও মনোযোগ দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হয় এবং প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়া হয়। আয়োজকরা জানান, দিনব্যাপী এই ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রায় ৮ শতাধিক নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়া হয়। একই সঙ্গে রোগীদের প্রয়োজন অনুযায়ী বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। আর্থিক অসচ্ছলতার কারণে যারা নিয়মিত চিকিৎসা নিতে পারেন না, তাঁদের জন্য এই ক্যাম্প বড় ধরনের সহায়ক ভূমিকা পালন করেছে। ক্যাম্পে স্বাস্থ্য সেবা নিতে আসা রোগীরা জানান, বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে স্বল্প সময়ে সেবা পাওয়া তাঁদের জন্য স্বস্তির।
অনেকেই বলেন, এই ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্প আরও বেশি হলে গ্রামের সাধারণ মানুষ উপকৃত হবে। নুর অ্যান্ড নাজাত ফাউন্ডেশন কর্তৃপক্ষ জানান, মানবিক দায়বদ্ধতা থেকেই এই আয়োজন করা হয়েছে।
পর্যায়ক্রমে পঞ্চগড় জেলায় এ ধরনের আরও তিনটি ফ্রি মেডিকেল ক্যাম্প পরিচালনার পরিকল্পনা রয়েছে। এর মাধ্যমে জেলার প্রত্যন্ত এলাকার মানুষকেও বিনামূল্যে স্বাস্থ্যসেবার আওতায় আনা হবে। ড্যাবের পক্ষ থেকে বলা হয়, সামাজিক দায়িত্ববোধ থেকে চিকিৎসকরা স্বেচ্ছায় এই সেবায় অংশ নিয়েছেন এবং ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগে সহযোগিতা অব্যাহত থাকবে।
What's Your Reaction?