পঞ্চগড় আদালতে বিচারপ্রার্থীদের জন্য ‘স্বস্তি চত্বর’ উদ্বোধন
পঞ্চগড় আদালতে বিভিন্ন মামলার বিচারপ্রার্থীদের বসে সাময়িক বিশ্রামের জন্য নির্মাণ করা হলো "স্বস্তি চত্বর"। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে ফিতা কেটে "স্বস্তি চত্বর" এর উদ্বোধন করেন পঞ্চগড়ের সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক। এর মাধ্যমে জেলার দূরদূরান্ত থেকে আদালতে আসা বিচারপ্রার্থীরা সাময়িক সময় বসে বিশ্রামের সুযোগ পাবেন এবং তাদের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।উদ্বোধনকালে পারিবারিক আপিল আদালতের বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলার বিভিন্ন আদালতের বিচারকগণ, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফী, আদালতসমূহের অতিরিক্ত ও সহকারী পিপিগণ, সিনিয়র আইনজীবীবৃন্দ, আইনজীবীগণ, আইনজীবী সহকারীগণ উপস্থিত ছিলেন।এসময় পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফী বলেন, "সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তাঁরই নামকরণে নির্মিত আজকের এই স্বস্তি চত্বর প্রমাণ করে, এই এলাকার মানুষ এখানে এসে কিছু সময়ের জন্য স্বস্তিতে বসতে পারবে, বিশ্রাম নিতে পারবে। সকলেই এর সুফল পাবেন ইনশাআল্লাহ।"পঞ্চগড়ের সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক বলে
পঞ্চগড় আদালতে বিভিন্ন মামলার বিচারপ্রার্থীদের বসে সাময়িক বিশ্রামের জন্য নির্মাণ করা হলো "স্বস্তি চত্বর"। রবিবার (৩০ নভেম্বর) বিকেলে ফিতা কেটে "স্বস্তি চত্বর" এর উদ্বোধন করেন পঞ্চগড়ের সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক। এর মাধ্যমে জেলার দূরদূরান্ত থেকে আদালতে আসা বিচারপ্রার্থীরা সাময়িক সময় বসে বিশ্রামের সুযোগ পাবেন এবং তাদের কিছুটা হলেও কষ্ট লাঘব হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
উদ্বোধনকালে পারিবারিক আপিল আদালতের বিচারক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক, জেলার বিভিন্ন আদালতের বিচারকগণ, পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফী, আদালতসমূহের অতিরিক্ত ও সহকারী পিপিগণ, সিনিয়র আইনজীবীবৃন্দ, আইনজীবীগণ, আইনজীবী সহকারীগণ উপস্থিত ছিলেন।
এসময় পঞ্চগড় জেলা ও দায়রা জজ আদালতের পিপি অ্যাডভোকেট আদম সূফী বলেন, "সিনিয়র জেলা ও দায়রা জজ মহোদয়ের ঐকান্তিক প্রচেষ্টায় এবং তাঁরই নামকরণে নির্মিত আজকের এই স্বস্তি চত্বর প্রমাণ করে, এই এলাকার মানুষ এখানে এসে কিছু সময়ের জন্য স্বস্তিতে বসতে পারবে, বিশ্রাম নিতে পারবে। সকলেই এর সুফল পাবেন ইনশাআল্লাহ।"
পঞ্চগড়ের সিনিয়র জেলা ও দায়রা জজ ইমদাদুল হক বলেন, "পঞ্চগড় আদালতে অনেক দূরদূরান্ত থেকে মানুষজন আসেন। উনারা আদালতে এসে নানা কাজ শেষে কোথায় বসবেন এমন স্থানের স্বল্পতা ছিল। আমরা জানি বৃক্ষ আল্লাহতালার অপার দান। বৃক্ষের ছায়ার নিচে তারা যদি একটু স্বস্তিতে বসতে পারে। মানুষকে স্বাচ্ছন্দ্যে বসতে দেওয়া এটা আল্লাহ তা'আলার একটি বড় নেয়ামত এবং পুণ্যের কাজ। আমরা সেটা চিন্তা করেই এই স্বস্তি চত্বর নির্মাণ ও নামকরণ করেছি। আশা করি বিচারপ্রার্থীরা এর সুফল পাবেন।"
What's Your Reaction?