পথে পথে মানুষের ঢল, লাখো কণ্ঠের উচ্ছ্বাসে তারেক রহমানকে স্বাগত

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে সিলেটে অবতরণের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি। দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বাসে করে নেতাকর্মীদের সঙ্গে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের দিকে রওনা হয়েছেন তারেক রহমান। বর্তমানে তিনি সমাবেশস্থলের কাছাকাছি রয়েছেন।  তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশে উচ্ছ্বাস বিরাজ করছে। তাকে একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থক ও অনুরাগীরা ছুটে এসেছেন। দলীয় পতাকা ও ব্যানার হাতে ভোর থেকেই রাজধানীর ৩০০ ফিট এলাকায় লাখ লাখ নেতাকর্মী জড়ো হন। সবাই অপেক্ষায় ছিলেন তারেক রহমানের আগমনের। গণসংবর্ধনাস্থলের প্রবেশদ্বারে দাঁড়িয়ে হাজারো নারী, শিশু, বৃদ্ধ ও যুবা তাকে অভিবাদন জানান। হাত উঁচিয়ে সালাম, স্লোগান আর উচ্ছ্বাসে চারপাশ মুখর হয়ে ওঠে।  এর আগে বেলা ১১টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান অবতরণ করে। সেখানে দলের শীর্ষ নেতারা তাকে বরণ করে নেন। বিম

পথে পথে মানুষের ঢল, লাখো কণ্ঠের উচ্ছ্বাসে তারেক রহমানকে স্বাগত

দীর্ঘ ১৭ বছরের বেশি সময় পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রথমে সিলেটে অবতরণের পর বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটের দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তাকে বহনকারী বিমানটি।

দেশে ফেরার পর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিশেষ বাসে করে নেতাকর্মীদের সঙ্গে জুলাই ৩৬ এক্সপ্রেসওয়ের দিকে রওনা হয়েছেন তারেক রহমান। বর্তমানে তিনি সমাবেশস্থলের কাছাকাছি রয়েছেন। 

তারেক রহমানের প্রত্যাবর্তনকে ঘিরে সারা দেশে উচ্ছ্বাস বিরাজ করছে। তাকে একনজর দেখতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী-সমর্থক ও অনুরাগীরা ছুটে এসেছেন। দলীয় পতাকা ও ব্যানার হাতে ভোর থেকেই রাজধানীর ৩০০ ফিট এলাকায় লাখ লাখ নেতাকর্মী জড়ো হন। সবাই অপেক্ষায় ছিলেন তারেক রহমানের আগমনের। গণসংবর্ধনাস্থলের প্রবেশদ্বারে দাঁড়িয়ে হাজারো নারী, শিশু, বৃদ্ধ ও যুবা তাকে অভিবাদন জানান। হাত উঁচিয়ে সালাম, স্লোগান আর উচ্ছ্বাসে চারপাশ মুখর হয়ে ওঠে। 

এর আগে বেলা ১১টা ৪২ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তারেক রহমানকে বহনকারী বিমান অবতরণ করে। সেখানে দলের শীর্ষ নেতারা তাকে বরণ করে নেন। বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জ থেকে বেরিয়ে তিনি খালি পায়ে দেশের মাটি স্পর্শ করে একমুঠো মাটি হাতে নেন। এরপর লাল-সবুজ রঙের একটি বিশেষ বাসে চড়ে গণসংবর্ধনার মঞ্চ ৩০০ ফিটের উদ্দেশে রওনা হন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান।

পথে পথে তিনি নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান। অপেক্ষমান নেতাকর্মী ও সাধারণ মানুষও তাকে স্বাগত জানান। কিছুক্ষণের মধ্যেই দেশবাসীর উদ্দেশে বক্তব্য দেবেন বিএনপির এই নতুন দিনের কাণ্ডারি। 

তারেক রহমানের আগমন উপলক্ষে গুলশানের ১৯৬ নম্বর বাড়ি সাজানো হয়েছে। জুবাইদা রহমান ও জাইমা রহমান ইতোমধ্যে সেখানে পৌঁছেছেন। বর্তমানে তারেক রহমান ৩০০ ফিটের সংবর্ধনা মঞ্চের পথে রয়েছেন। মঞ্চে ভাষণ শেষ হওয়ার পর তিনি এভারকেয়ার হাসপাতালে গিয়ে তার মা, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে দেখতে যাবেন।

উল্লেখ্য, বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় দিবাগত রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে ফ্লাইটটি। একই দিন রাত সোয়া ৮টায় লন্ডনের নিজ বাসা ত্যাগ করেন তারেক রহমান। তিনি স্ত্রী জুবাইদা রহমান ও কন্যা জাইমা রহমানকে সঙ্গে নিয়ে রাত সোয়া ১০টায় হিথ্রো বিমানবন্দরে পৌঁছান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow