পবিত্র শবে বরাত আগামী ৩ ফেব্রুয়ারি

দেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে। সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন। ফার্সি শব্দ ‘শবে বরাত’-এর অর্থ ভাগ্যরজনী। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত। ইসলাম ধর্মাবলম্বীদের একটি বড় অংশ বিশ্বাস করেন, শবে বরাতের রাতে পাপ মোচনের সুযোগ থাকে এবং এ রাতে পরবর্তী এক বছরের হায়াত, রিজিক ও আমল নির্ধারিত হয়। এ কারণে শবে বরাত উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, মিলাদ মাহফিল, নফল নামাজ আদায় ও পবিত্র কোরআন তেলাওয়াতে মশগুল থাকেন। পাশাপাশি তারা মৃত স্বজনদের জন্য দোয়া ক

পবিত্র শবে বরাত আগামী ৩ ফেব্রুয়ারি

দেশের আকাশে সোমবার (১৯ জানুয়ারি) সন্ধ্যায় পবিত্র শাবান মাসের চাঁদ দেখা যায়নি। ফলে মঙ্গলবার (২০ জানুয়ারি) রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। এর পরিপ্রেক্ষিতে আগামী বুধবার (২১ জানুয়ারি) থেকে পবিত্র শাবান মাস গণনা শুরু হবে। সেই হিসাবে আগামী ৩ ফেব্রুয়ারি (মঙ্গলবার) দিবাগত রাতে পবিত্র শবে বরাত পালিত হবে।

সোমবার সন্ধ্যায় রাজধানীর বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে অনুষ্ঠিত জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. কামাল উদ্দিন।

ফার্সি শব্দ ‘শবে বরাত’-এর অর্থ ভাগ্যরজনী। হিজরি সনের শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাতটি মুসলমানরা শবে বরাত বা সৌভাগ্যের রজনী হিসেবে পালন করে থাকেন। এ রাতটি ‘লাইলাতুল বরাত’ নামেও পরিচিত।

ইসলাম ধর্মাবলম্বীদের একটি বড় অংশ বিশ্বাস করেন, শবে বরাতের রাতে পাপ মোচনের সুযোগ থাকে এবং এ রাতে পরবর্তী এক বছরের হায়াত, রিজিক ও আমল নির্ধারিত হয়। এ কারণে শবে বরাত উপলক্ষে ধর্মপ্রাণ মুসলমানরা ইবাদত-বন্দেগি, জিকির-আসকার, মিলাদ মাহফিল, নফল নামাজ আদায় ও পবিত্র কোরআন তেলাওয়াতে মশগুল থাকেন। পাশাপাশি তারা মৃত স্বজনদের জন্য দোয়া করতে কবর জিয়ারত করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow