পরবর্তী সরকারের প্রতি আসিফ নজরুলের আহ্বান

বিচার বিভাগীয় সংস্কারের ৯০ শতাংশ সমাপ্ত হয়েছে জানিয়ে— আগামী নির্বাচিত সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল।  সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ আহ্বান জানান।  এতে তিনি গুম অধ্যাদেশ, বিচার বিভাগ সংস্কার, পুলিশ সংস্কার আইনসহ দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের অগ্রগতিরে কথা উল্লেখ করেন।   আসিফ নজরুল তার পোস্টে লেখেন, ‘আজ রাত ১১টায় গেজেট নোটিফিকেশন হলো বহুল প্রতীক্ষিত গুম অধ্যাদেশের কয়েকদিন আগে হয়েছে বিচার বিভাগ স্বাধীন করার জন্য অতি গুরুত্বপূর্ণ আইন— সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। আগামী কয়েকদিনের মধ্যে হবে হিউম্যান রাইটস কমিশন আইনের আরেকটি সংস্কার।’ পোস্টে তিনি লেখেন, ‘বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য আমাদের ছিল তার ৯০ শতাংশ সমাপ্ত হয়েছে। আমরা পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত সমাপ্ত করার জন্য ভূমিকা রাখছি।’  নির্বাচিত সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা তার পোস্টে লেখেন, ‘যদি পরের নির্বাচিত সরকারগুলো আন্তরিকতার সাথে এসব আইন বাস্তবায়নের কা

পরবর্তী সরকারের প্রতি আসিফ নজরুলের আহ্বান

বিচার বিভাগীয় সংস্কারের ৯০ শতাংশ সমাপ্ত হয়েছে জানিয়ে— আগামী নির্বাচিত সরকারের প্রতি বিশেষ আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল। 

সোমবার (১ ডিসেম্বর) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভেরিফায়েড আইডিতে এক পোস্টে তিনি এ আহ্বান জানান। 

এতে তিনি গুম অধ্যাদেশ, বিচার বিভাগ সংস্কার, পুলিশ সংস্কার আইনসহ দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের অগ্রগতিরে কথা উল্লেখ করেন।  

আসিফ নজরুল তার পোস্টে লেখেন, ‘আজ রাত ১১টায় গেজেট নোটিফিকেশন হলো বহুল প্রতীক্ষিত গুম অধ্যাদেশের কয়েকদিন আগে হয়েছে বিচার বিভাগ স্বাধীন করার জন্য অতি গুরুত্বপূর্ণ আইন— সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ। আগামী কয়েকদিনের মধ্যে হবে হিউম্যান রাইটস কমিশন আইনের আরেকটি সংস্কার।’

পোস্টে তিনি লেখেন, ‘বিচার বিভাগীয় সংস্কারের যে লক্ষ্য আমাদের ছিল তার ৯০ শতাংশ সমাপ্ত হয়েছে। আমরা পুলিশ সংস্কার আইন ও দুর্নীতি দমন সংস্কার অধ্যাদেশের কাজও দ্রুত সমাপ্ত করার জন্য ভূমিকা রাখছি।’ 

নির্বাচিত সরকারগুলোর প্রতি আহ্বান জানিয়ে আইন উপদেষ্টা তার পোস্টে লেখেন, ‘যদি পরের নির্বাচিত সরকারগুলো আন্তরিকতার সাথে এসব আইন বাস্তবায়নের কাজ অব্যাহত রাখে, আগামীর বাংলাদেশ হবে অনেক বেশি মানবাধিকার বান্ধব ও গণতান্ত্রিক।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow