পরিচালকের ভুলে ২০ বছর ধরে আড়ালে ‘রুক্মিনী’ নাম
দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দর্শকদের হৃদয়ে ‘কোয়েল মল্লিক’ হিসেবেই রাজত্ব করছেন। রঞ্জিত মল্লিকের কন্যা হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখলেও নিজের অভিনয় গুণে তিনি হয়ে উঠেছেন টালিউড কুইন। কিন্তু ভক্তরা হয়তো অনেকেই জানেন না, যে নামে তাকে সবাই চেনেন, সেটি তার আসল নাম নয়! দীর্ঘ ২০ বছর পর এক সাক্ষাৎকারে সেই গোপন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল জানান, তার আসল বা পোশাকি নাম ‘রুক্মিনী মল্লিক’। আর ‘কোয়েল’ নামটি প্রতিষ্ঠিত হওয়ার পেছনে রয়েছে তার প্রথম সিনেমার পরিচালকের একটি অনিচ্ছাকৃত ভুল।
পরিচালকের সেই ‘ঐতিহাসিক’ ভুল ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কোয়েলের। সেই সিনেমার পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। তিনি জানতেন না যে ‘কোয়েল’ আসলে অভিনেত্রীর ডাকনাম।
স্মৃতিচারণ করে কোয়েল বলেন, ‘পরিচালক হরকাকু ভেবেছিলেন কোয়েলই আমার আসল নাম। তাই আমাকে না জিজ্ঞেস করেই সিনেমার ক্রেডিট লাইনে তিনি এই নামটি ব্যবহার করেন। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে আমি কোয়েল নামেই পরিচিতি পাই।’ সেই ভুলটাই তার ক্যারিয়ারের পরিচয়ে পরিণত হয়।
দুই রুক্মিনী বিভ্রাট! আ
দুই দশকেরও বেশি সময় ধরে তিনি দর্শকদের হৃদয়ে ‘কোয়েল মল্লিক’ হিসেবেই রাজত্ব করছেন। রঞ্জিত মল্লিকের কন্যা হিসেবে ইন্ডাস্ট্রিতে পা রাখলেও নিজের অভিনয় গুণে তিনি হয়ে উঠেছেন টালিউড কুইন। কিন্তু ভক্তরা হয়তো অনেকেই জানেন না, যে নামে তাকে সবাই চেনেন, সেটি তার আসল নাম নয়! দীর্ঘ ২০ বছর পর এক সাক্ষাৎকারে সেই গোপন তথ্য ফাঁস করলেন অভিনেত্রী নিজেই।
সম্প্রতি ভারতীয় এক সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল জানান, তার আসল বা পোশাকি নাম ‘রুক্মিনী মল্লিক’। আর ‘কোয়েল’ নামটি প্রতিষ্ঠিত হওয়ার পেছনে রয়েছে তার প্রথম সিনেমার পরিচালকের একটি অনিচ্ছাকৃত ভুল।
পরিচালকের সেই ‘ঐতিহাসিক’ ভুল ২০০৩ সালে ‘নাটের গুরু’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় অভিষেক হয় কোয়েলের। সেই সিনেমার পরিচালক ছিলেন হরনাথ চক্রবর্তী। তিনি জানতেন না যে ‘কোয়েল’ আসলে অভিনেত্রীর ডাকনাম।
স্মৃতিচারণ করে কোয়েল বলেন, ‘পরিচালক হরকাকু ভেবেছিলেন কোয়েলই আমার আসল নাম। তাই আমাকে না জিজ্ঞেস করেই সিনেমার ক্রেডিট লাইনে তিনি এই নামটি ব্যবহার করেন। এরপর থেকে ইন্ডাস্ট্রিতে আমি কোয়েল নামেই পরিচিতি পাই।’ সেই ভুলটাই তার ক্যারিয়ারের পরিচয়ে পরিণত হয়।
দুই রুক্মিনী বিভ্রাট! আসল নাম প্রকাশ্যে আনার পর মজার এক সমীকরণের কথাও বলেন অভিনেত্রী। তিনি জানান, পরিচালকের সেই ভুল না হলে আজ টলিউডে হয়তো দুই ‘রুক্মিনী’র রাজত্ব চলত। কারণ বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী ও দেবের প্রেমিকা রুক্মিনী মৈত্রর সঙ্গে তার নামের হুবহু মিল হয়ে যেত।
কোয়েল মজা করে বলেন, ‘আমার আসল নাম ব্যবহত হলে একই ইন্ডাস্ট্রিতে সমসাময়িক দুই রুক্মিনীকে নিয়ে বিভ্রান্তি তৈরি হতে পারত। পরিচালকের সেই ভুলের কারণেই আজ দর্শকরা আমাকে আলাদাভাবে চেনেন।’
কাজের খবর নাম বদলের গল্পের বাইরে কাজের জগতেও বেশ ব্যস্ত সময় পার করছেন কোয়েল। বর্তমানে তার অভিনীত নতুন সিনেমা ‘মিতিন মাসি : একটি খুনির সন্ধানে’ প্রেক্ষাগৃহে চলছে। এছাড়া সম্প্রতি ‘স্বার্থপর’ ছবির মাধ্যমে দীর্ঘ বিরতি কাটিয়ে কামব্যাক করেছেন তিনি।
টালিউড পাড়ায় জোর গুঞ্জন রয়েছে, সুপারস্টার দেবের পরবর্তী সিনেমা ‘খাদান ২’-তে একটি গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে এই ‘রুক্মিনী’ ওরফে কোয়েল মল্লিককে।