পরিচয় মিলল সেই গলা কাটা যুবকের

বরিশালের হিজলায় মেঘনা নদীর তীর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত সেই গলা কাটা মরদেহের পরিচয় মিলেছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে হিজলা নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম- আমির হোসেন (৩০)। তিনি লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার চরবংশী ইউনিয়নের চরখাসিয়া গ্রামের স্বপন হাওলাদারের ছেলে। নিহতের বাবা স্বপন হাওলাদার অভিযোগ করে বলেন, গ্রামে বসবাসকালে দেনায় জড়িয়ে পড়ে তার ছেলে। পরে স্ত্রী এবং দুই সন্তান নিয়ে ঢাকার মুন্সীগঞ্জে গিয়ে একটি হোটেলে শ্রমিকের চাকরি নেয়। চাকরির সুবাধে বন্ধুত্ব হয় পার্শ্ববর্তী হোটেলের আরেক শ্রমিকের সঙ্গে। বন্ধুত্বের সুবাধে তার ছেলের বাসায় আসা-যাওয়া ছিল সেই হোটেল শ্রমিকের।  তিনি আরও বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে আমিরকে ৪০ হাজার টাকা সহায়তা করে সে। একপর্যায়ে তার ছেলের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে ওই হোটেল শ্রমিকের। পরবর্তীতে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক ধরা পড়ে আমিরের কাছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্বপন হাওলাদার বলেন, প্রেমিকের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক ধরে ফেলায় তার ছেলেকে বরিশালের হিজলা উপজেলায় নিয়ে এসে কুপিয়ে এবং গলা ক

পরিচয় মিলল সেই গলা কাটা যুবকের
বরিশালের হিজলায় মেঘনা নদীর তীর থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত সেই গলা কাটা মরদেহের পরিচয় মিলেছে। বুধবার (২১ জানুয়ারি) দুপুরে হিজলা নৌ-ফাঁড়ি পুলিশের ইনচার্জ গৌতম চন্দ্র মণ্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত যুবকের নাম- আমির হোসেন (৩০)। তিনি লক্ষ্মীপুরের রায়পুরা উপজেলার চরবংশী ইউনিয়নের চরখাসিয়া গ্রামের স্বপন হাওলাদারের ছেলে। নিহতের বাবা স্বপন হাওলাদার অভিযোগ করে বলেন, গ্রামে বসবাসকালে দেনায় জড়িয়ে পড়ে তার ছেলে। পরে স্ত্রী এবং দুই সন্তান নিয়ে ঢাকার মুন্সীগঞ্জে গিয়ে একটি হোটেলে শ্রমিকের চাকরি নেয়। চাকরির সুবাধে বন্ধুত্ব হয় পার্শ্ববর্তী হোটেলের আরেক শ্রমিকের সঙ্গে। বন্ধুত্বের সুবাধে তার ছেলের বাসায় আসা-যাওয়া ছিল সেই হোটেল শ্রমিকের।  তিনি আরও বলেন, আর্থিক অসচ্ছলতার কারণে আমিরকে ৪০ হাজার টাকা সহায়তা করে সে। একপর্যায়ে তার ছেলের স্ত্রীর সঙ্গে পরকীয়ার সম্পর্ক গড়ে ওঠে ওই হোটেল শ্রমিকের। পরবর্তীতে তাদের মধ্যে অনৈতিক সম্পর্ক ধরা পড়ে আমিরের কাছে। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয়। স্বপন হাওলাদার বলেন, প্রেমিকের সঙ্গে স্ত্রীর অবৈধ সম্পর্ক ধরে ফেলায় তার ছেলেকে বরিশালের হিজলা উপজেলায় নিয়ে এসে কুপিয়ে এবং গলা কেটে হত্যা করা হয়েছে। হিজলা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ পুলিশ পরিদর্শক গৌতম চন্দ্র মন্ডল বলেন, সোমবার রাত ৩টায় নদীর পাড় থেকে গলাকাটা যুবকের মরদেহ উদ্ধার করা হয়। একদিন পর তার পরিবারের সদস্যরা পরিচয় শনাক্ত করে। তবে তার আগেই বরিশাল শেবাচিম হাসপাতালে ময়নাতদন্ত শেষে মরদেহ দাফনের জন্য আঞ্জুমানে হস্তান্তর করা হয়। তিনি আরও বলেন, এই ঘটনায় একটি হত্যা মামলা করা হয়েছে। হত্যাকাণ্ডের পেছনে পরকীয়া প্রেমের ঘটনা রয়েছে বলে দাবি করেছে তার পরিবার। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। এর আগে, গত সোমবার (১৯ জানুয়ারি) রাত ৩টার দিকে বরিশালের হিজলা উপজেলার বড়জালিয়া ইউনিয়নের শান্তি বাজার সংলগ্ন মেঘনা নদীর তীর থেকে অজ্ঞাত হিসেবে গলাকাটা অবস্থায় আমির হোসেনের মরদেহ উদ্ধার করে নৌ-পুলিশ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow