পরিত্যক্ত টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার
ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিত্যক্ত একটি টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব-রেজিস্ট্রার অফিসের পেছনের টয়লেট থেকে এসব উদ্ধার করা হয়। সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাপড়ের ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো একটি ৭ দশমিক ৫ এমএম পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া পরিত্যক্ত একটি কালো ব্যাগের ভেতর থেকে চারটি ককটেল পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ককটেল সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি। ফরিদপুর আর্মি ক্যাম্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত টয়লেট থেকে এসব উদ্ধার করে। পরে জব্দকৃত অস্ত্র ও বিস্ফোরক সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ ও সন্ত্রাস দমনে সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে। তিনি আরও বলেন, কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে নিকটস্থ সেনা ক্যাম্প বা থানাকে অবহিত করার জন্য
ফরিদপুরের সদরপুর উপজেলায় পরিত্যক্ত একটি টয়লেট থেকে অস্ত্র, গুলি ও ককটেল উদ্ধার করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (৬ জানুয়ারি) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের হাসপাতাল মোড় এলাকার পরিত্যক্ত সাব-রেজিস্ট্রার অফিসের পেছনের টয়লেট থেকে এসব উদ্ধার করা হয়।
সেনাবাহিনী ও পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি কাপড়ের ব্যাগের ভেতর স্কচটেপে মোড়ানো একটি ৭ দশমিক ৫ এমএম পিস্তল ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়। এ ছাড়া পরিত্যক্ত একটি কালো ব্যাগের ভেতর থেকে চারটি ককটেল পাওয়া যায়। উদ্ধারকৃত অস্ত্র, গুলি ও ককটেল সদরপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা যায়নি।
ফরিদপুর আর্মি ক্যাম্পের একজন দায়িত্বশীল কর্মকর্তা জানান, গোপন তথ্যের ভিত্তিতে সেনাবাহিনী অভিযান চালিয়ে পরিত্যক্ত টয়লেট থেকে এসব উদ্ধার করে। পরে জব্দকৃত অস্ত্র ও বিস্ফোরক সদরপুর থানায় হস্তান্তর করা হয়েছে। অপরাধ ও সন্ত্রাস দমনে সেনাবাহিনী সর্বদা সতর্ক রয়েছে।
তিনি আরও বলেন, কেউ যদি এ ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সম্পর্কে কোনো তথ্য পান, তাহলে নিকটস্থ সেনা ক্যাম্প বা থানাকে অবহিত করার জন্য অনুরোধ জানানো হচ্ছে। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সদরপুর থানার ওসি আব্দুল আল মামুন শাহ বলেন, সেনাবাহিনীর সদস্যরা পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও ককটেল উদ্ধার করে পুলিশের কাছে হস্তান্তর করেছেন। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
What's Your Reaction?