পর্দায় কাউকে চুমু খাবেন না জর্জ ক্লুনি

হলিউডের চিরসবুজ রোমান্টিক হিরো জর্জ ক্লুনি কি তবে প্রেমের গল্পকে বিদায় জানাচ্ছেন? উত্তরটা সম্ভবত ‘হ্যাঁ’। বড় পর্দায় আর রোমান্টিক চরিত্রে দেখা যাবে না তাকে— এমনই ইঙ্গিত দিলেন ৬৩ বছর বয়সী এই তারকা। এমনকি সিনেমায় আর ‘মেয়েদের চুম্বন করবেন না’ বলেও স্পষ্ট জানিয়ে দিলেন ক্লুনি। সম্প্রতি ‘ডেইলি মেইল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, স্ত্রী আমাল ক্লুনির সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। ‘পল নিউম্যানের পথ অনুসরণ করছি’ ক্লুনি বলেন, “আমি পল নিউম্যানের পথ অনুসরণ করার চেষ্টা করছি, আর মেয়েদের চুম্বন করছি না। যখন আমি ৬০-এ পৌঁছালাম, তখন স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি। আমি বলেছিলাম, দেখো– আমি এখনো বাস্কেটবল খেলতে পারি, ২৫ বছরের ছেলেদের সঙ্গেও খেলি, শারীরিকভাবে ফিট আছি। কিন্তু ২৫ বছর পরে আমি ৮৫ হব।” তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্তের ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন ক্লুনি। চলতি বছরের মার্চে জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ তিনি জানিয়েছিলেন, এখন থেকে আর রোমান্টিক সিনেমায় অভিনয়ের ইচ্ছা নেই তার। বরং নতুন প্রজন্মের হলিউড অভিনেতাদের জন্য জায়গা করে দিতে চান। নিজের অবস্থান পরিষ

পর্দায় কাউকে চুমু খাবেন না জর্জ ক্লুনি

হলিউডের চিরসবুজ রোমান্টিক হিরো জর্জ ক্লুনি কি তবে প্রেমের গল্পকে বিদায় জানাচ্ছেন? উত্তরটা সম্ভবত ‘হ্যাঁ’। বড় পর্দায় আর রোমান্টিক চরিত্রে দেখা যাবে না তাকে— এমনই ইঙ্গিত দিলেন ৬৩ বছর বয়সী এই তারকা। এমনকি সিনেমায় আর ‘মেয়েদের চুম্বন করবেন না’ বলেও স্পষ্ট জানিয়ে দিলেন ক্লুনি।

সম্প্রতি ‘ডেইলি মেইল’-কে দেওয়া এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, স্ত্রী আমাল ক্লুনির সঙ্গে আলোচনা করেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।

‘পল নিউম্যানের পথ অনুসরণ করছি’ ক্লুনি বলেন, “আমি পল নিউম্যানের পথ অনুসরণ করার চেষ্টা করছি, আর মেয়েদের চুম্বন করছি না। যখন আমি ৬০-এ পৌঁছালাম, তখন স্ত্রীর সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলি। আমি বলেছিলাম, দেখো– আমি এখনো বাস্কেটবল খেলতে পারি, ২৫ বছরের ছেলেদের সঙ্গেও খেলি, শারীরিকভাবে ফিট আছি। কিন্তু ২৫ বছর পরে আমি ৮৫ হব।”

তরুণদের জন্য জায়গা ছেড়ে দেওয়ার এই সিদ্ধান্তের ইঙ্গিত অবশ্য আগেই দিয়েছিলেন ক্লুনি। চলতি বছরের মার্চে জনপ্রিয় অনুষ্ঠান ‘সিক্সটি মিনিটস’-এ তিনি জানিয়েছিলেন, এখন থেকে আর রোমান্টিক সিনেমায় অভিনয়ের ইচ্ছা নেই তার। বরং নতুন প্রজন্মের হলিউড অভিনেতাদের জন্য জায়গা করে দিতে চান।

নিজের অবস্থান পরিষ্কার করে ক্লুনি বলেন, “আমার বয়স এখন ৬৩। আমি ২৫ বছরের তরুণ অভিনেতাদের সঙ্গে প্রতিযোগিতা করতে চাই না। সেটা আমার কাজ নয়। আমি আর রোমান্টিক সিনেমা করব না।”

রোমান্টিক ইমেজের ইতি একসময়ের হলিউডের অন্যতম জনপ্রিয় রোমান্টিক অভিনেতা হিসেবে পরিচিত জর্জ ক্লুনির ঝুলিতে রয়েছে একাধিক স্মরণীয় প্রেমের ছবি। ‘ওয়ান ফাইন ডে’, ‘আউট অব সাইট’, ‘আপ ইন দ্য এয়ার’ এবং হাল আমলের ‘টিকিট টু প্যারাডাইস’ তার ক্যারিয়ারের উজ্জ্বল নক্ষত্র। বিশেষ করে ১৯৯৬ সালে মাইকেল হফম্যান পরিচালিত ‘ওয়ান ফাইন ডে’ তাকে রোমান্টিক নায়ক হিসেবে জনপ্রিয়তার তুঙ্গে নিয়ে গিয়েছিল। তবে ভক্তদের জন্য দুঃসংবাদ হলো, সেই চিরচেনা প্রেমিকের রূপে আর দেখা মিলবে না এই তারকার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow