পলোগ্রাউন্ডে জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল চট্টগ্রাম

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ শুরু হয়েছে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে। সকাল থেকেই নগর ও জেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্বত্য তিন জেলা ও কক্সবাজার থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। জনস্রোতের চাপে পলোগ্রাউন্ড ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর হলেও নিয়ন্ত্রিত পরিবেশ। রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়। শুরুতে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন। সমাবেশে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ। সভামঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য কামাল পাশা, চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী সাঈদ আল নোমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম হোসেন মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও যুবদলের সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন দিপ্তী। সকাল থেকেই চট্ট

পলোগ্রাউন্ডে জনস্রোত, মিছিল-স্লোগানে উত্তাল চট্টগ্রাম

চট্টগ্রামের পলোগ্রাউন্ডে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের সমাবেশ শুরু হয়েছে বিপুল জনসমাগমের মধ্য দিয়ে। সকাল থেকেই নগর ও জেলার বিভিন্ন এলাকা ছাড়াও পার্বত্য তিন জেলা ও কক্সবাজার থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে জড়ো হন। জনস্রোতের চাপে পলোগ্রাউন্ড ও আশপাশের এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর হলেও নিয়ন্ত্রিত পরিবেশ।

রোববার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে কোরআন তেলওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু হয়।

শুরুতে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সদস্য সচিব শরীফুল ইসলাম তুহিন। সমাবেশে সভাপতিত্ব করছেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহ্বায়ক এরশাদ উল্লাহ।

সভামঞ্চে উপস্থিত রয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, সাবেক যুগ্ম মহাসচিব আসলাম চৌধুরী, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সন্দ্বীপের সাবেক সংসদ সদস্য কামাল পাশা, চট্টগ্রাম-৭ আসনের প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী, চট্টগ্রাম-১০ আসনের প্রার্থী সাঈদ আল নোমান, কেন্দ্রীয় যুবদলের সভাপতি মোনায়েম হোসেন মুন্না, ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন ও যুবদলের সাবেক সহসভাপতি মোশাররফ হোসেন দিপ্তী।

সকাল থেকেই চট্টগ্রাম নগরের বিভিন্ন ওয়ার্ড, থানা ও উপজেলা থেকে মিছিল নিয়ে নেতাকর্মীরা সমাবেশস্থলে প্রবেশ করেন। মিছিলে বিভিন্ন স্লোগান, ব্যানার ফেস্টুনে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। এমপি প্রার্থীদের বড় বড় বহর মাঠে প্রবেশ করলে উচ্ছ্বাস আরও বাড়ে।

বিপুল মানুষের চাপের কারণে সমাবেশস্থলের আশপাশে চলাচল সীমিত হয়ে পড়ে। তারেক রহমানকে এক নজর দেখার আশায় কয়েকজন তরুণকে গাছে উঠে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। তরুণ, যুবক, বৃদ্ধ সব বয়সী ও সব শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পলোগ্রাউন্ড পরিণত হয় জনসমুদ্রে।

সমাবেশ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশে পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সভামঞ্চের সামনে ও আশপাশে ডগ স্কোয়াডের প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর দিয়ে তল্লাশি চালানো হচ্ছে। আকাশে ড্রোন উড়তে দেখা গেছে, যা দিয়ে সার্বিক পরিস্থিতি নজরদারিতে রাখা হচ্ছে।

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের এক কর্মকর্তা সাজ্জাদ বলেন, বিপুল জনসমাগম হলেও পরিস্থিতি স্বাভাবিক ও নিয়ন্ত্রণে রয়েছে। পর্যাপ্ত সংখ্যক পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। ড্রোন ও ডগ স্কোয়াডের মাধ্যমে নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনার খবর নেই।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow