পলোগ্রাউন্ডে বিএনপির সমাবেশে ভিড়ের চাপে আহত ২

নগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে অতিরিক্ত ভিড়ে দুজন আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। রোববার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানিয়েছেন, পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে ভিড়ের মধ্যে চাপা পড়ে আহত দুইজনকে দুপুর ১টার দিকে হাসপাতালে নেওয়া হয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে। চমেক সূত্র জানায়, রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। আনায়নকারীর দেওয়া তথ্য অনুযায়ী, সমাবেশ চলাকালে জনতার ভিড়ে চাপা পড়ে তারা আহত হন। কর্তব্যরত চিকিৎসক আহতদের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন। ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর দলীয় প্রধান তারেক রহমানকে একনজর দেখতে এবং তার দিকনির্দেশনামূলক বক্তব্য শুনতে রোববার ভোর থেকেই জনস্রোত নামতে শুরু করে সমাবেশস্থলে। পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর দেড়টার দিকে সমাবেশ

পলোগ্রাউন্ডে বিএনপির সমাবেশে ভিড়ের চাপে আহত ২

নগরের পলোগ্রাউন্ড মাঠে অনুষ্ঠিত বিএনপির সমাবেশে অতিরিক্ত ভিড়ে দুজন আহত হয়েছেন। আহত অবস্থায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বেলা ১২টার দিকে এ ঘটনা ঘটে। চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক জানিয়েছেন, পলোগ্রাউন্ড মাঠে সমাবেশে ভিড়ের মধ্যে চাপা পড়ে আহত দুইজনকে দুপুর ১টার দিকে হাসপাতালে নেওয়া হয়। তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।

চমেক সূত্র জানায়, রোববার (২৫ জানুয়ারি) দুপুর ১টার দিকে আহত দুজনকে হাসপাতালে আনা হয়। আনায়নকারীর দেওয়া তথ্য অনুযায়ী, সমাবেশ চলাকালে জনতার ভিড়ে চাপা পড়ে তারা আহত হন। কর্তব্যরত চিকিৎসক আহতদের ১০ নম্বর ওয়ার্ডে ভর্তি করেন।

ঐতিহাসিক পলোগ্রাউন্ড মাঠে বিএনপির নির্বাচনী জনসভাকে কেন্দ্র করে উৎসবের নগরীতে পরিণত হয়েছে চট্টগ্রাম। দীর্ঘ দুই দশকের বেশি সময় পর দলীয় প্রধান তারেক রহমানকে একনজর দেখতে এবং তার দিকনির্দেশনামূলক বক্তব্য শুনতে রোববার ভোর থেকেই জনস্রোত নামতে শুরু করে সমাবেশস্থলে। পলোগ্রাউন্ড ময়দানে বিএনপির নির্বাচনি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন দলটির চেয়ারম্যান তারেক রহমান। দুপুর দেড়টার দিকে সমাবেশ শেষ হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow