পাঁচ দিনের মাথায় ১৩ ঘণ্টায় আবার দেশে ৩ বার ভূমিকম্প
গত শনিবার (২১ নভেম্বর) দেশে তিনবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে। প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে এই তিনটি কম্পনের ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদিও কম্পনগুলোর মাত্রা মৃদু-মাঝারি ছিল, তবুও কিছু সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়েছেন। আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটের ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে এবং রিখটার স্কেলে এর মাত্রা ৩.৬ ছিল। ভারতীয় জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (NCS)ও একই মাত্রা নিশ্চিত করেছে। কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার। এর আগে ২২ ও ২৩ নভেম্বরের মধ্যে ঢাকা ও আশপাশে মোট চারটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে তিনটির উৎপত্তিস্থল নরসিংদী এবং একটি ঢাকায়। শুক্রবার (২১ নভেম্বর) একটি এবং শনিবার (২২ নভেম্বর) তিনটি কম্পন সংঘটিত হয়েছিল। এ নিয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় ভূতাত্ত্বিক স্থ
গত শনিবার (২১ নভেম্বর) দেশে তিনবার ভূমিকম্প অনুভূত হওয়ার পর মাত্র পাঁচ দিনের ব্যবধানে আবারও বৃহস্পতিবার (২৭ নভেম্বর) দেশে তিনটি ভূমিকম্প অনুভূত হয়েছে।
প্রায় ১৩ ঘণ্টার ব্যবধানে এই তিনটি কম্পনের ফলে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে জনগণের মধ্যে নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে। যদিও কম্পনগুলোর মাত্রা মৃদু-মাঝারি ছিল, তবুও কিছু সাধারণ মানুষ আতঙ্কে ঘর ছেড়ে বাইরে বেরিয়েছেন।
আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রুবাইয়াত কবির জানিয়েছেন, বৃহস্পতিবার বিকেল ৪টা ১৫ মিনিটের ভূমিকম্পের উৎপত্তিস্থল নরসিংদীর ঘোড়াশালে এবং রিখটার স্কেলে এর মাত্রা ৩.৬ ছিল। ভারতীয় জাতীয় ভূকম্পবিদ্যা কেন্দ্র (NCS)ও একই মাত্রা নিশ্চিত করেছে। কম্পনের গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এর আগে ২২ ও ২৩ নভেম্বরের মধ্যে ঢাকা ও আশপাশে মোট চারটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। এর মধ্যে তিনটির উৎপত্তিস্থল নরসিংদী এবং একটি ঢাকায়। শুক্রবার (২১ নভেম্বর) একটি এবং শনিবার (২২ নভেম্বর) তিনটি কম্পন সংঘটিত হয়েছিল।
এ নিয়ে মাত্র কয়েক দিনের ব্যবধানে দেশের বিভিন্ন অঞ্চলে একাধিক ভূমিকম্প অনুভূত হওয়ায় ভূতাত্ত্বিক স্থিতিশীলতা ও জনসাধারণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বেড়েছে।
What's Your Reaction?