পাংশায় অপপ্রচা‌রের প্রতিবা‌দে ১১ দলীয় জো‌ট প্রার্থীর সংবাদ স‌ম্মেলন

ধর্মীয় ও অর্থনৈ‌তিক বিশদগার ছড়া‌নো অপপ্রচা‌রের প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছে ১১ দলীয় জামায়াত জো‌ট সম‌র্থিত রাজবাড়ী-২ আস‌নের প্রার্থী জা‌মিল হিজাযী । দুপুর সা‌ড়ে ১২টার দিকে পাংশা শিল্পকলা একাডেমী‌তে তি‌নি এই সংবাদ স‌ম্মেলন ক‌রেন। সংবাদ স‌ম্মেল‌নে প্রার্থী ব‌লেন, আমার বিরু‌দ্ধে ধর্মীয় অশ্লীলতা এবং অর্থের বিনিম‌য়ে ম‌নোনয়ন কি‌নেছি বা টাকা পে‌লে নির্বাচন থে‌কে স‌ড়ে যা‌বো,আ‌মি রাস্তার ছে‌লে ইত‌্যা‌দি ইত‌্যা‌দি এমন অপপ্রচার ছড়া‌নো হ‌চ্ছে। কিন্তু আমি এই ধর‌নের মানুষই না। তাছাড়া ইসলাম বি‌দ্বেষী কিছু ক‌রেছি তারও কোন ন‌জির নাই। আমার সম্প‌র্কে যারা মন্তব‌্য কর‌ছে তা‌দের সম্প‌র্কে খোজ নি‌লে অ‌নেক তথ‌্য পাওয়া যা‌বে। এ সময় প্রার্থীর নির্বাচন প‌রিচালনাকারী এনসিপির নেতা পলাশ খান, পাংশা উপজেলা জামায়াতের আমীর সুলতানা মাহমুদ, পাংশা পৌর জামাতের আমির কাজী ফরহাদ জামিল রুপু, নায়েবী আমির মনজুর রহমান মিয়া,ওয়ার্ড জামাতের আমির আব্দুস সোবহানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পাংশায় অপপ্রচা‌রের প্রতিবা‌দে ১১ দলীয় জো‌ট প্রার্থীর সংবাদ স‌ম্মেলন

ধর্মীয় ও অর্থনৈ‌তিক বিশদগার ছড়া‌নো অপপ্রচা‌রের প্রতিবা‌দে সংবাদ স‌ম্মেলন ক‌রে‌ছে ১১ দলীয় জামায়াত জো‌ট সম‌র্থিত রাজবাড়ী-২ আস‌নের প্রার্থী জা‌মিল হিজাযী ।

দুপুর সা‌ড়ে ১২টার দিকে পাংশা শিল্পকলা একাডেমী‌তে তি‌নি এই সংবাদ স‌ম্মেলন ক‌রেন।

সংবাদ স‌ম্মেল‌নে প্রার্থী ব‌লেন, আমার বিরু‌দ্ধে ধর্মীয় অশ্লীলতা এবং অর্থের বিনিম‌য়ে ম‌নোনয়ন কি‌নেছি বা টাকা পে‌লে নির্বাচন থে‌কে স‌ড়ে যা‌বো,আ‌মি রাস্তার ছে‌লে ইত‌্যা‌দি ইত‌্যা‌দি এমন অপপ্রচার ছড়া‌নো হ‌চ্ছে। কিন্তু আমি এই ধর‌নের মানুষই না। তাছাড়া ইসলাম বি‌দ্বেষী কিছু ক‌রেছি তারও কোন ন‌জির নাই। আমার সম্প‌র্কে যারা মন্তব‌্য কর‌ছে তা‌দের সম্প‌র্কে খোজ নি‌লে অ‌নেক তথ‌্য পাওয়া যা‌বে।

এ সময় প্রার্থীর নির্বাচন প‌রিচালনাকারী এনসিপির নেতা পলাশ খান, পাংশা উপজেলা জামায়াতের আমীর সুলতানা মাহমুদ, পাংশা পৌর জামাতের আমির কাজী ফরহাদ জামিল রুপু, নায়েবী আমির মনজুর রহমান মিয়া,ওয়ার্ড জামাতের আমির আব্দুস সোবহানসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow