পাংশায় চুরি করা ট্রাকের চাকা খোলার সময় একজন আটক

রাজবাড়ীর পাংশা উপজেলায় চুরি করা একটি ট্রাকের চাকা খোলার সময় ট্রাকসহ এক চোরকে আটক করা হয়েছে। এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।বুধবার (২১ জানুয়ারি) সকালে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট এলাকায় এই ঘটনা ঘটে। আটক চোরের নাম মো. রিয়াজুল ইসলাম হৃদয় (২২)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে। এ সময় তার সহযোগী মো. আকাশ (২৫), চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আজিমপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে, পালিয়ে যান।প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা তালবাড়িয়া গ্রামের বাসিন্দা রাফিউল ইসলামের মালিকানাধীন ঢাকা মেট্রো-ট-১৮-০২৩১ নম্বরের একটি ট্রাক তার বাড়ির সামনে পার্কিং করা অবস্থায় ছিল। ভোর রাতে একটি সংঘবদ্ধ চোরচক্র ট্রাকটি চুরি করে নিয়ে যায়। পরে চোরেরা ট্রাকটি রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট এলাকায় এনে ট্রাকটির চাকা খুলতে শুরু করে।চুরি করা চাকাগুলো বহনের জন্য চোরচক্রটি আরেকটি ট্রাকে (নম্বর: সাতক্ষীরা ট-১১-০২৪৬) তুলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পাংশা পৌরসভার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এসে চোরদের ব্যবহৃত ট্রাকটি উল্টে

পাংশায় চুরি করা ট্রাকের চাকা খোলার সময় একজন আটক

রাজবাড়ীর পাংশা উপজেলায় চুরি করা একটি ট্রাকের চাকা খোলার সময় ট্রাকসহ এক চোরকে আটক করা হয়েছে। এ সময় তার অন্য সহযোগীরা পালিয়ে যায়।

বুধবার (২১ জানুয়ারি) সকালে পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট এলাকায় এই ঘটনা ঘটে। আটক চোরের নাম মো. রিয়াজুল ইসলাম হৃদয় (২২)। তিনি চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার মোহাম্মদপুর এলাকার তসলিম উদ্দিনের ছেলে। এ সময় তার সহযোগী মো. আকাশ (২৫), চুয়াডাঙ্গা জেলার দর্শনা থানার আজিমপুর গ্রামের হারুন অর রশিদের ছেলে, পালিয়ে যান।

প্রত্যক্ষদর্শীরা জানান, কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার নওদা তালবাড়িয়া গ্রামের বাসিন্দা রাফিউল ইসলামের মালিকানাধীন ঢাকা মেট্রো-ট-১৮-০২৩১ নম্বরের একটি ট্রাক তার বাড়ির সামনে পার্কিং করা অবস্থায় ছিল। ভোর রাতে একটি সংঘবদ্ধ চোরচক্র ট্রাকটি চুরি করে নিয়ে যায়। পরে চোরেরা ট্রাকটি রাজবাড়ীর পাংশা উপজেলার মৌরাট ইউনিয়নের রুপিয়াট এলাকায় এনে ট্রাকটির চাকা খুলতে শুরু করে।

চুরি করা চাকাগুলো বহনের জন্য চোরচক্রটি আরেকটি ট্রাকে (নম্বর: সাতক্ষীরা ট-১১-০২৪৬) তুলে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পাংশা পৌরসভার ফায়ার সার্ভিস কার্যালয়ের সামনে এসে চোরদের ব্যবহৃত ট্রাকটি উল্টে যায়। ফলে স্থানীয় জনসাধারণ চুরি হওয়া ট্রাকসহ মো. হৃদয়কে আটক করতে সক্ষম হয়।

খবর পেয়ে পাংশা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আটককৃত চোর ও উদ্ধারকৃত ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়। থানায় অবস্থানকালে চোর হৃদয় বলেন, "টায়ারের জন্য আমরা ট্রাকটি চুরি করেছিলাম, আমরা একসাথে তিনজন ছিলাম।"

এ বিষয়ে পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে। পাশাপাশি পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow