পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক
ঘন কুয়াশার কারণে ২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক নুর আহাম্মেদ তথ্যটি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঘন কুয়াশায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। ফেরি চলাচল বন্ধ থাকাকালে পাটুরিয়া প্রান্তের ঘাট নং-৩ এ ‘শাহ মখদুম’ ও ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ফেরি খালি অবস্থায় নোঙর করে রাখা হয়। একই প্রান্তের ঘাট নং-৪ এ ‘ভাষা শহীদ বরকত’ খালি থাকলেও ‘শাহ পরান’ ফেরিটি লোড অবস্থায় ছিল। দৌলতদিয়া প্রান্তে ঘাট নং-৩ এ ‘কুমিল্লা’ ফেরি খালি এবং ‘এনায়েতপুরী’ লোড অবস্থায় ছিল। এছাড়া ঘাট নং-৪ এ ‘বাইগার’, ঘাট নং-৭ এ ‘খান জাহান আলী’, ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’ ও ‘হাসনাহেনা’— সব ফেরিই খালি অবস্থায় নোঙর করা ছিল। এ সময় মধ্য নদীতে কোনো ফেরি চলাচল করেনি।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (
ঘন কুয়াশার কারণে ২ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) রাত ৯টা ৪০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ রাখে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।
দৌলতদিয়া ঘাট শাখার সহ-ব্যবস্থাপক নুর আহাম্মেদ তথ্যটি নিশ্চিত করেছেন।
বিআইডব্লিউটিসি সূত্রে জানা গেছে, ঘন কুয়াশায় নৌযান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ায় নিরাপত্তার স্বার্থে কর্তৃপক্ষ ফেরি চলাচল সাময়িকভাবে বন্ধ করে দেয়। ফেরি চলাচল বন্ধ থাকাকালে পাটুরিয়া প্রান্তের ঘাট নং-৩ এ ‘শাহ মখদুম’ ও ‘বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর’ ফেরি খালি অবস্থায় নোঙর করে রাখা হয়। একই প্রান্তের ঘাট নং-৪ এ ‘ভাষা শহীদ বরকত’ খালি থাকলেও ‘শাহ পরান’ ফেরিটি লোড অবস্থায় ছিল। দৌলতদিয়া প্রান্তে ঘাট নং-৩ এ ‘কুমিল্লা’ ফেরি খালি এবং ‘এনায়েতপুরী’ লোড অবস্থায় ছিল। এছাড়া ঘাট নং-৪ এ ‘বাইগার’, ঘাট নং-৭ এ ‘খান জাহান আলী’, ‘বীরশ্রেষ্ঠ রুহুল আমিন’ ও ‘হাসনাহেনা’— সব ফেরিই খালি অবস্থায় নোঙর করা ছিল। এ সময় মধ্য নদীতে কোনো ফেরি চলাচল করেনি।
এ বিষয়ে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহউদ্দিন কালবেলাকে বলেন, রাত ৯টা ৪০ মিনিট থেকে সাড়ে ১১টা পর্যন্ত নদীপথে কুয়াশার তীব্রতা বাড়তে থাকে। ঘন কুয়াশার কারণে নদীপথের মার্কিং আলো অস্পষ্ট হয়ে যায়। এতে ফেরির মাস্টারদের ফেরি চালাতে অসুবিধায় পড়তে হয়। এজন্য নৌ-দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১১টা পর্যন্ত বন্ধ রেখে দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল পুনরায় স্বাভাবিক ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিসির আরিচা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মো. সালাম হোসেন বলেন, কুয়াশা কেটে দৃষ্টিসীমা স্বাভাবিক হওয়ায় পরিস্থিতি পর্যালোচনা করে রাত ১১টা ৪০ মিনিটে ফেরি চলাচল পুনরায় চালু করা হয়। ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাটে যানবাহনের চাপ সৃষ্টি হয় এবং যাত্রী ও চালকদের ভোগান্তি দেখা দেয়। তবে চলাচল স্বাভাবিক হওয়ায় ধীরে ধীরে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছে।