পাত্তা পেল না ইংল্যান্ড, অ্যাশেজে ২-০তে এগিয়ে অস্ট্রেলিয়া
ব্রিসবেনের গ্যাবায় অ্যাশেজ টেস্ট সিরিজে আরও একটি সহজ জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দেওয়া ৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বড় জয় পায় অজিরা। বেন স্টোকস ও উইল জ্যাকস প্রতিরোধ গড়লেও অস্ট্রেলিয়াকে বড় রানের লক্ষ্য দিতে পারেনি। এর আগে, ইংল্যান্ড দুই ইনিংসে করেছিল যথাক্রমে ৩৩৪ রান ও ২৪১ রান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৫১১ রান।
রোববার (৭ ডিসেম্বর) ৬ উইকেটে ১৩৪ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। স্টোকস ও জ্যাকস দুজনেই দিন শুরু করেন ৪ রান নিয়ে। এই দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড।
স্টোকস ও জ্যাকস সপ্তম উইকেটে তুলেন ৯৬ রান। এই জুটি ভাঙার পরই ধস নামে ইংল্যান্ডের ব্যাটিংয়ে। ২২৪ রানে জ্যাকস ফিরলে পরের ৩ উইকেট যেতেও তাদের সময় লাগেনি। শেষ ৪ উইকেট ইংল্যান্ড হারিয়েছে ১৭ রানে। ইনিংস থামে ২৪১ রানে।
লক্ষ্য তাড়ায় নেমে ২২ রান করে পার্থ টেস্টের নায়ক ট্রাভিস হেড বিদায় নেন গাস অ্যাটকিনসনের বলে বোল্ড হয়ে। দলীয় ৪১ রানে মার্নাস লাবুশেনও সাজঘরে ফেরেন অ্যাটকিনসের শিকারে পরিণত হয়ে ৩ রান করে। তবে দুই উইকেটের পতন কোনো বাধা হয়ে দাঁড়ায়নি জয়ে। ৯ বলে দ্রুতগত
ব্রিসবেনের গ্যাবায় অ্যাশেজ টেস্ট সিরিজে আরও একটি সহজ জয়ের দেখা পেল অস্ট্রেলিয়া। ইংল্যান্ডের দেওয়া ৬৫ রানের জবাবে ব্যাট করতে নেমে ৮ উইকেটের বড় জয় পায় অজিরা। বেন স্টোকস ও উইল জ্যাকস প্রতিরোধ গড়লেও অস্ট্রেলিয়াকে বড় রানের লক্ষ্য দিতে পারেনি। এর আগে, ইংল্যান্ড দুই ইনিংসে করেছিল যথাক্রমে ৩৩৪ রান ও ২৪১ রান। অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে করেছিল ৫১১ রান।
রোববার (৭ ডিসেম্বর) ৬ উইকেটে ১৩৪ রান নিয়ে দিন শুরু করে ইংল্যান্ড। স্টোকস ও জ্যাকস দুজনেই দিন শুরু করেন ৪ রান নিয়ে। এই দুই ব্যাটারের দায়িত্বশীল ব্যাটিংয়ে প্রথম সেশনে কোনো উইকেট হারায়নি ইংল্যান্ড।
স্টোকস ও জ্যাকস সপ্তম উইকেটে তুলেন ৯৬ রান। এই জুটি ভাঙার পরই ধস নামে ইংল্যান্ডের ব্যাটিংয়ে। ২২৪ রানে জ্যাকস ফিরলে পরের ৩ উইকেট যেতেও তাদের সময় লাগেনি। শেষ ৪ উইকেট ইংল্যান্ড হারিয়েছে ১৭ রানে। ইনিংস থামে ২৪১ রানে।
লক্ষ্য তাড়ায় নেমে ২২ রান করে পার্থ টেস্টের নায়ক ট্রাভিস হেড বিদায় নেন গাস অ্যাটকিনসনের বলে বোল্ড হয়ে। দলীয় ৪১ রানে মার্নাস লাবুশেনও সাজঘরে ফেরেন অ্যাটকিনসের শিকারে পরিণত হয়ে ৩ রান করে। তবে দুই উইকেটের পতন কোনো বাধা হয়ে দাঁড়ায়নি জয়ে। ৯ বলে দ্রুতগতির ২৩ রান করে জয় নিয়ে মাঠ ছাড়েন অধিনায়ক স্মিথ। ১৭ রান করে অপরাজিত ছিলেন জেক ওয়েদারাল্ড।
এর আগে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার মাটিতে জো রুটের প্রথম সেঞ্চুরিতে ইংল্যান্ডের সংগ্রহ ছিল ৩৩৪। সেটি টপকে পাঁচ ফিফটিতে ৫১১ রান করে প্রথম ইনিংসে অলআউট হয় স্মিথরা। বেশি আলোচিত ছিল স্টার্কের ৭৭ রানের ইনিংস আর ইংলিশদের পাঁচ ক্যাচ মিস। লিড দাঁড়ায় ১৭৭।