পাবনয় বিএনপি'র মনোনয়ন উত্তোলন করলেন কৃষক দলের সভাপতি
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসন (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রিয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মুসা নাসের চৌধুরীর কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন। এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুল, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হাকিম, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, হাসান জাফির তুহিনের সহধর্মিনী নিলুফা জাফির। এ সময় বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ সকল প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও মুসা নাসের চৌধুরী। সুষ্ঠু ও নিরপ্ক্ষে নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করে এসময় হাসান জাফির তুহিন বলে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-৩ আসন (চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর) বিএনপি মনোনীত প্রার্থী ও জাতীয়তাবাদী কৃষকদলের কেন্দ্রিয় কমিটির সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) বিকেলে চাটমোহর উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রির্টানিং অফিসার মুসা নাসের চৌধুরীর কাছ থেকে মনোনয়ন ফরম উত্তোলন করেন।
এ সময় সেখানে উপস্থিত ছিলেন, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জহুরুল ইসলাম বকুল, ভাঙ্গুড়া উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মুজাহিদ স্বপন, সাবেক সভাপতি অ্যাডভোকেট মুজিবুর রহমান, ফরিদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি আব্দুল হাকিম, চাটমোহর পৌর বিএনপির সভাপতি আসাদুজ্জামান আরশেদ, উপজেলা নির্বাচন অফিসার সাজ্জাদ হোসেন, হাসান জাফির তুহিনের সহধর্মিনী নিলুফা জাফির।
এ সময় বিএনপি মনোনীত প্রার্থী কৃষিবিদ হাসান জাফির তুহিনসহ সকল প্রার্থী ও রাজনৈতিক কর্মীদের নির্বাচনী আচরণবিধি কঠোরভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানান সহকারী রিটার্নিং অফিসার ও ইউএনও মুসা নাসের চৌধুরী।
সুষ্ঠু ও নিরপ্ক্ষে নির্বাচন আয়োজনে সবার সহযোগিতা কামনা করে এসময় হাসান জাফির তুহিন বলেন, দীর্ঘ ১৭ বছরে একটি ফ্যাসিস্ট স্বৈরাচারি শাসন ব্যবস্থার পরে আমরা আজকে মুক্ত বাংলাদেশে বাস করছি। মাত্র কয়েকমাসের মধ্যে আমি পাবনা-৩ এলাকার মানুষের আকুন্ঠ সমর্থন পেয়েছি। আজ এই শুভক্ষনে বলতে চাই আগামীতে আমি এই এলাকার মানুষের জন্য নিবেদিত হয়ে কাজ করতে চাই। এজন্য তিনি এলাকার মানুষের দোয়া প্রার্থনা করেন।
What's Your Reaction?