পারফিউম কোথায় লাগালে সর্বত্র ছড়িয়ে পড়ে

সুগন্ধির কাজ শুধু দুর্গন্ধ ঢেকে রাখা নয়; এটি ব্যক্তিত্ব, স্মৃতি, উপস্থিতি ও পরিচয়ের সঙ্গেও গভীরভাবে জড়িত। তবে সঠিকভাবে ব্যবহার না করলে সবচেয়ে দামি পারফিউমও তার আসল সৌন্দর্য প্রকাশ করতে পারে না। অজান্তেই কিছু ভুলের কারণে সুগন্ধি দ্রুত মিলিয়ে যেতে পারে—আর এসব ভুল অনেক সময় পারফিউম ব্যবহারের মুহূর্তেই হয়ে যায়। পারফিউম ব্যবহারের কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চললে আপনার প্রিয় ঘ্রাণ আরও আকর্ষণীয়ভাবে ফুটে উঠবে। এজন্য সঠিক স্থানে এবং পরিমিত মাত্রায় পারফিউম ব্যবহার করা জরুরি। তাতেই আপনি অন্যদের মনে একটি আলাদা ও স্মরণীয় ছাপ ফেলতে পারবেন। চলুন জেনে নেওয়া যাক, আপনার কী কী ভুল এবং কীভাবে সংশোধন করবেন— ১. দুই কব্জির ঘর্ষণ পারফিউম স্প্রে করার পর অনেকেই দুই হাতের কব্জিতে ঘষে নেন। এটি মোটেই ভালো কোনো অভ্যাস নয়। এ অভ্যাস সবচেয়ে বড় ভুল। ঠিক কোন কোন জায়গায় সুগন্ধি স্প্রে করবেন, সে বিষয়টি জরুরি। ঘর্ষণের ফলে ত্বকে যে তাপ তৈরি হয় তাতে প্রাকৃতিক এনজাইম তৈরি হয়। আর এতে সুগন্ধির ঘ্রাণ বদলে যায়। কব্জি বা ত্বকে স্প্রে করে তা নিজের মতো শুকাতে দিন। এতে পারফিউমের গন্ধ ধীরে ধীরে প্রকাশ পায়, মেয়াদও বৃদ্ধি পায়।

পারফিউম কোথায় লাগালে সর্বত্র ছড়িয়ে পড়ে

সুগন্ধির কাজ শুধু দুর্গন্ধ ঢেকে রাখা নয়; এটি ব্যক্তিত্ব, স্মৃতি, উপস্থিতি ও পরিচয়ের সঙ্গেও গভীরভাবে জড়িত। তবে সঠিকভাবে ব্যবহার না করলে সবচেয়ে দামি পারফিউমও তার আসল সৌন্দর্য প্রকাশ করতে পারে না। অজান্তেই কিছু ভুলের কারণে সুগন্ধি দ্রুত মিলিয়ে যেতে পারে—আর এসব ভুল অনেক সময় পারফিউম ব্যবহারের মুহূর্তেই হয়ে যায়।

পারফিউম ব্যবহারের কিছু ছোট কিন্তু গুরুত্বপূর্ণ নিয়ম মেনে চললে আপনার প্রিয় ঘ্রাণ আরও আকর্ষণীয়ভাবে ফুটে উঠবে। এজন্য সঠিক স্থানে এবং পরিমিত মাত্রায় পারফিউম ব্যবহার করা জরুরি। তাতেই আপনি অন্যদের মনে একটি আলাদা ও স্মরণীয় ছাপ ফেলতে পারবেন।

চলুন জেনে নেওয়া যাক, আপনার কী কী ভুল এবং কীভাবে সংশোধন করবেন—

১. দুই কব্জির ঘর্ষণ

পারফিউম স্প্রে করার পর অনেকেই দুই হাতের কব্জিতে ঘষে নেন। এটি মোটেই ভালো কোনো অভ্যাস নয়। এ অভ্যাস সবচেয়ে বড় ভুল। ঠিক কোন কোন জায়গায় সুগন্ধি স্প্রে করবেন, সে বিষয়টি জরুরি। ঘর্ষণের ফলে ত্বকে যে তাপ তৈরি হয় তাতে প্রাকৃতিক এনজাইম তৈরি হয়। আর এতে সুগন্ধির ঘ্রাণ বদলে যায়। কব্জি বা ত্বকে স্প্রে করে তা নিজের মতো শুকাতে দিন। এতে পারফিউমের গন্ধ ধীরে ধীরে প্রকাশ পায়, মেয়াদও বৃদ্ধি পায়।

২. নাড়ির স্পন্দন

অনেকেই যত্রতত্র সুগন্ধি ছিটিয়ে নেন। কিন্তু শরীরের যেসব জায়গায় নাড়ির স্পন্দন বেশি, সেখানে পারফিউম সবচেয়ে ভালো কাজ করে। ঘাড়ের পাশ, কব্জি, কানের পেছন, বক্ষবিভাজিকা— এসব জায়গা থেকেই সুগন্ধি চারদিকে ছড়িয়ে যেতে পারে। সঠিক দূরত্ব (৫ ইঞ্চি দূর) রেখে পালস পয়েন্টে দুই-তিনবার স্প্রে করলেই যথেষ্ট। চুলেও অল্প স্প্রে করে নেওয়া উচিত।

৩. শুষ্ক ত্বকে নয় কেন?

শুষ্ক ত্বকে পারফিউম ব্যবহার করলে গন্ধ খুব তাড়াতাড়ি হারিয়ে যায়। ত্বক আর্দ্র না হলে সুগন্ধি ধরে রাখার মতো কোনো স্তর তৈরি হয় না। পারফিউম স্প্রে করার আগে ত্বকে সামান্য ময়েশ্চারাইজার ব্যবহার কর নিন। এতে ঘ্রাণ অনেকক্ষণ স্থায়ী হয়। বিশেষ করে গোসলের পর, যখন ত্বক পরিষ্কার ও হালকা সিক্ত থাকে, তখন পারফিউম সবচেয়ে ভালো কাজ করে।

এ ছাড়া একই সুগন্ধি সবার ত্বকে একরকম প্রভাব ফেলে না। আপনার শরীরের নিজস্ব রাসায়নিক বৈশিষ্ট্যের সঙ্গে মিশে পারফিউমের ঘ্রাণ বদলে যেতে পারে। অন্যের ত্বকে যেমন গন্ধ ভালো লাগছে, তা নিজের ত্বকে পছন্দ নাও হতে পারে। তাই নতুন পারফিউম কেনার আগে অবশ্যই ত্বকে স্প্রে করে কিছুক্ষণ অপেক্ষা করে দেখুন তার কেনার কথা ভাবুন।

৪. অতিরিক্ত সুগন্ধি

আপনি বেশি স্প্রে করলে ঘ্রাণ বেশি ভালো হবে— এমন ধারণা রয়েছে অনেকেরই। আসলে সেই ধারণা ভুল। অতিরিক্ত গন্ধ অনেক সময়ে বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। এতে আশপাশের মানুষ অস্বস্তি বোধ করতে পারেন। পরিমিত ব্যবহারই সবচেয়ে বেশি কার্যকর। হালকা অথচ দীর্ঘস্থায়ী। ২-৩টি স্প্রেই যথেষ্ট।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow