পায়ে শিকল বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার

ময়মনসিংহের নান্দাইলে পায়ে শিকল বাঁধা অবস্থায় আব্দুল মজিদ নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল মজিদ (৫৯) ত্রিশাল থানার রামপুর ইউনিয়নের বীর রামপুর উজানপাড়া গ্রামের আলতাব আলীর ছেলে।  স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের রসুলপুর জামে মসজিদের পাশে এক দোকানের সামনে খড়ের ওপর বিছানো ছেঁড়া কাঁথায় ওই বৃদ্ধের মরদেহ পড়ে ছিল। তার পরনে ছিল লুঙ্গি ও সোয়েটার, পাশে পড়ে ছিল একটি কম্বল। এ সময় তার বাম পায়ে একটি লম্বা লোহার শিকল তালাবদ্ধ অবস্থায় ছিল।  স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। শনিবার বিকেলেও রসুলপুর গ্রামে তাকে অবস্থান করতে দেখা গেছে। রোববার ভোরে স্থানীয়রা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন তিনি মৃত। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তীব্র শীত বা অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ বলেন, গ্রাম পুলিশ মাজাহারুল ইসলামের মাধ্যমে খবর পেয়ে আমি জাতীয়

পায়ে শিকল বাঁধা বৃদ্ধের মরদেহ উদ্ধার
ময়মনসিংহের নান্দাইলে পায়ে শিকল বাঁধা অবস্থায় আব্দুল মজিদ নামের এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (২৩ নভেম্বর) সকালে উপজেলার সদর ইউনিয়নের রসুলপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আব্দুল মজিদ (৫৯) ত্রিশাল থানার রামপুর ইউনিয়নের বীর রামপুর উজানপাড়া গ্রামের আলতাব আলীর ছেলে।  স্থানীয় সূত্রে জানা গেছে, নান্দাইল ইউনিয়নের রসুলপুর গ্রামের রসুলপুর জামে মসজিদের পাশে এক দোকানের সামনে খড়ের ওপর বিছানো ছেঁড়া কাঁথায় ওই বৃদ্ধের মরদেহ পড়ে ছিল। তার পরনে ছিল লুঙ্গি ও সোয়েটার, পাশে পড়ে ছিল একটি কম্বল। এ সময় তার বাম পায়ে একটি লম্বা লোহার শিকল তালাবদ্ধ অবস্থায় ছিল।  স্থানীয়রা জানান, ওই বৃদ্ধ মানসিক ভারসাম্যহীন ছিলেন। তিনি ঈশ্বরগঞ্জ ও নান্দাইলের সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় ঘুরে বেড়াতেন। শনিবার বিকেলেও রসুলপুর গ্রামে তাকে অবস্থান করতে দেখা গেছে। রোববার ভোরে স্থানীয়রা তাকে ডাকাডাকি করে সাড়া না পেয়ে কাছে গিয়ে দেখেন তিনি মৃত। ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় তীব্র শীত বা অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। স্থানীয় ইউপি সদস্য আব্দুস সামাদ বলেন, গ্রাম পুলিশ মাজাহারুল ইসলামের মাধ্যমে খবর পেয়ে আমি জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করি। পরে পুলিশ এসে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে। নান্দাইল থানার ওসি খন্দকার জালাল উদ্দিন মাহমুদ বলেন, মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow