পিএসএলে নাম লিখিয়েছেন ১০ বাংলাদেশি ক্রিকেটার
আইপিএল থেকে আকস্মিকভাবে বাদ পড়ার পর আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন গন্তব্য খুঁজে নিলেন মুস্তাফিজুর রহমান। ভারতের লিগে অনিশ্চয়তার মাঝেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে নিবন্ধন সম্পন্ন করেছেন এই বাঁহাতি পেসার। শুধু মুস্তাফিজ নন, এবার পিএসএলের ড্রাফট তালিকায় জায়গা করে নিয়েছেন মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার। সম্প্রতি পিএসএলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজকে স্বাগত জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে ইঙ্গিতপূর্ণ ভাষায় জানানো হয়, আসন্ন একাদশ আসরে ব্যাটারদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে ফিরছেন ‘কাটার মাস্টার’। আইপিএল অধ্যায়ের হঠাৎ সমাপ্তির পর পিএসএলই আপাতত তার আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারের পরবর্তী ঠিকানা। পাকিস্তানের গণমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, পিএসএল–১১-এর জন্য বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন কার্যক্রম চলছে এবং আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এই সুযোগ খোলা থাকবে। এই তালিকায় ইতোমধ্যে নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান ছাড়াও সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিমসহ মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার। এবারের পিএসএল শুরু হবে ২৩ মার্চ, যা কাকতালীয়ভাবে একই
আইপিএল থেকে আকস্মিকভাবে বাদ পড়ার পর আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে নতুন গন্তব্য খুঁজে নিলেন মুস্তাফিজুর রহমান। ভারতের লিগে অনিশ্চয়তার মাঝেই পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে নিবন্ধন সম্পন্ন করেছেন এই বাঁহাতি পেসার। শুধু মুস্তাফিজ নন, এবার পিএসএলের ড্রাফট তালিকায় জায়গা করে নিয়েছেন মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার।
সম্প্রতি পিএসএলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যমে মুস্তাফিজকে স্বাগত জানিয়ে একটি পোস্ট দেওয়া হয়। সেখানে ইঙ্গিতপূর্ণ ভাষায় জানানো হয়, আসন্ন একাদশ আসরে ব্যাটারদের জন্য নতুন চ্যালেঞ্জ হয়ে ফিরছেন ‘কাটার মাস্টার’। আইপিএল অধ্যায়ের হঠাৎ সমাপ্তির পর পিএসএলই আপাতত তার আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি ক্যারিয়ারের পরবর্তী ঠিকানা।
পাকিস্তানের গণমাধ্যম ডেইলি পাকিস্তান জানিয়েছে, পিএসএল–১১-এর জন্য বিদেশি ক্রিকেটারদের নিবন্ধন কার্যক্রম চলছে এবং আগামী ২০ জানুয়ারি পর্যন্ত এই সুযোগ খোলা থাকবে। এই তালিকায় ইতোমধ্যে নাম লিখিয়েছেন মুস্তাফিজুর রহমান ছাড়াও সাকিব আল হাসান, তাসকিন আহমেদ, রিশাদ হোসেন, তানজিদ হাসান তামিমসহ মোট ১০ জন বাংলাদেশি ক্রিকেটার।
এবারের পিএসএল শুরু হবে ২৩ মার্চ, যা কাকতালীয়ভাবে একই দিনে আইপিএলের সূচনাও। আট দল নিয়ে আয়োজিত এই টুর্নামেন্ট চলবে আগামী ৩ মে পর্যন্ত। সূচির সংঘর্ষ থাকলেও মুস্তাফিজের ক্ষেত্রে পিএসএল হয়ে উঠছে নতুন সম্ভাবনার জানালা—বিশেষ করে সাম্প্রতিক ফর্ম ও অভিজ্ঞতার আলোকে।
উল্লেখযোগ্য বিষয় হলো, মুস্তাফিজ এর আগেও একবার পিএসএল খেলেছেন। ২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন তিনি। প্রায় সাত বছর পর আবারও পিএসএলের মঞ্চে ফেরার অপেক্ষায় বাংলাদেশের এই তারকা পেসার। বর্তমান ফর্ম বিবেচনায় এবারের আসরে তার দল পাওয়া নিয়ে আশাবাদী ক্রিকেট সংশ্লিষ্ট মহল।
সব মিলিয়ে, আইপিএল অধ্যায়ের বিতর্ক পেছনে ফেলে পিএসএলকে সামনে রেখে নতুন পথে হাঁটছে বাংলাদেশি ক্রিকেটাররা—যেখানে মুস্তাফিজই আপাতত সবচেয়ে বড় আলোচনার কেন্দ্রবিন্দু।
What's Your Reaction?