পিএসএল ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানি তারকা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দীর্ঘ এক দশকের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানলেন সাবেক পাকিস্তানি তারকা শোয়েব মালিক। অভিজ্ঞ এই অলরাউন্ডার জানিয়েছেন, খেলোয়াড় হিসেবে পিএসএলের সঙ্গে তার পথচলা এখানেই শেষ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ৪৩ বছর বয়সী মালিক নিজের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন। ইনস্টাগ্রামে দেওয়া সংক্ষিপ্ত বার্তায় মালিক লেখেন, পিএসএলের গত ১০ বছরে মাঠে ও মাঠের বাইরে কাটানো প্রতিটি মুহূর্ত এবং গড়ে ওঠা সম্পর্ক তিনি আজীবন লালন করবেন। তবে এখন সময় এসেছে নতুন অধ্যায়ের। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ক্রিকেট থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না। ভবিষ্যতে ভিন্ন ভূমিকায় হলেও ক্রিকেটের উন্নয়নে কাজ করার আগ্রহ তার অটুট থাকবে। পিএসএলের ইতিহাসে শোয়েব মালিক ছিলেন সবচেয়ে ধারাবাহিক ও অভিজ্ঞ মুখগুলোর একটি। করাচি কিংস, মুলতান সুলতানস, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স—চারটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। ১০ মৌসুমে মোট ৯৩ ম্যাচে অংশ নিয়ে করেছেন ২ হাজার ৩৫০ রান। তার ব্যাটিং গড় ৩৩.০৯, স্ট্রাইক রেট ১২৭.৭৮। ক্যারিয়ারে রয়েছে ১৫টি অর্ধশতকও। মালিকের অবসরের ঘোষণা এমন একসময়ে এলো, যখন পিএসএল নতু

পিএসএল ক্যারিয়ারের ইতি টানলেন পাকিস্তানি তারকা

পাকিস্তান সুপার লিগে (পিএসএল) দীর্ঘ এক দশকের বর্ণাঢ্য অধ্যায়ের ইতি টানলেন সাবেক পাকিস্তানি তারকা শোয়েব মালিক। অভিজ্ঞ এই অলরাউন্ডার জানিয়েছেন, খেলোয়াড় হিসেবে পিএসএলের সঙ্গে তার পথচলা এখানেই শেষ। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় ৪৩ বছর বয়সী মালিক নিজের সিদ্ধান্তের কথা নিশ্চিত করেন।

ইনস্টাগ্রামে দেওয়া সংক্ষিপ্ত বার্তায় মালিক লেখেন, পিএসএলের গত ১০ বছরে মাঠে ও মাঠের বাইরে কাটানো প্রতিটি মুহূর্ত এবং গড়ে ওঠা সম্পর্ক তিনি আজীবন লালন করবেন। তবে এখন সময় এসেছে নতুন অধ্যায়ের। একই সঙ্গে তিনি ইঙ্গিত দিয়েছেন, ক্রিকেট থেকে পুরোপুরি দূরে সরে যাচ্ছেন না। ভবিষ্যতে ভিন্ন ভূমিকায় হলেও ক্রিকেটের উন্নয়নে কাজ করার আগ্রহ তার অটুট থাকবে।

পিএসএলের ইতিহাসে শোয়েব মালিক ছিলেন সবচেয়ে ধারাবাহিক ও অভিজ্ঞ মুখগুলোর একটি। করাচি কিংস, মুলতান সুলতানস, পেশোয়ার জালমি ও কোয়েটা গ্ল্যাডিয়েটর্স—চারটি ভিন্ন ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন তিনি। ১০ মৌসুমে মোট ৯৩ ম্যাচে অংশ নিয়ে করেছেন ২ হাজার ৩৫০ রান। তার ব্যাটিং গড় ৩৩.০৯, স্ট্রাইক রেট ১২৭.৭৮। ক্যারিয়ারে রয়েছে ১৫টি অর্ধশতকও।

মালিকের অবসরের ঘোষণা এমন একসময়ে এলো, যখন পিএসএল নতুন এক অধ্যায়ে প্রবেশ করতে যাচ্ছে। আসন্ন মৌসুম থেকে লিগে যুক্ত হচ্ছে আরও দুটি দল—হায়দরাবাদ ও সিয়ালকোট। ফলে দলসংখ্যা বেড়ে দাঁড়াচ্ছে আটে। বিশেষ করে সিয়ালকোট নামটি ঘোষণার পরই আলোচনায় উঠে এসেছে মালিকের পুরোনো নেতৃত্বাধীন জাতীয় টি-টোয়েন্টি দল ‘সিয়ালকোট স্ট্যালিয়নস’-এর স্মৃতি, যারা তার অধিনায়কত্বে ঘরোয়া ক্রিকেটে দাপট দেখিয়েছিল।

সব মিলিয়ে, খেলোয়াড় হিসেবে পিএসএল থেকে বিদায় নিলেও শোয়েব মালিকের ক্রিকেটযাত্রা যে এখানেই থেমে যাচ্ছে না—সেই বার্তাই স্পষ্ট করে দিয়ে গেলেন তিনি। আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাওয়া পিএসএলের একাদশ আসরে মাঠে আর দেখা যাবে না তাকে, তবে লিগের সঙ্গে তার সম্পর্ক যে অন্য কোনো ভূমিকায় অব্যাহত থাকতে পারে, সেটাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow