পুরুষ বাউলদের নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসিনা সরকারের

মানিকগঞ্জের ঘিওরে গত ৪ অক্টোবর ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেন বাউল শিল্পী আবুল সরকার। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মুসল্লিরা তার দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানায়। অভিযোগের বিষয়ে পুলিশ নজর দেওয়ার পর ডিবি পুলিশ গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে তাকে আটক করে। বর্তমানে তিনি কারাগারে আছেন। এ ঘটনার রেশ না কাটতেই আরেক বাউল শিল্পী হাসিনা সরকার পুরুষ বাউলদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। এক ভিডিও বার্তায় তিনি জানান, নারী বাউল শিল্পীরা বিছানায় না গেলে তাদের কোনো প্রোগ্রামে ডাকা হয় না। তিনি নিজেও এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন বলে দাবি করেন, যদিও কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি। হাসিনা সরকার জানান, তিনি বিভিন্ন বাউল শিল্পীর কাছে প্রোগ্রামের জন্য অনুরোধ করতেন। তখন অনেকে তাকে ইঙ্গিত দিতেন— রাত ১২টার সময় ফোন দিলে চলে আছিস। তিনি জানতে চাইলে তারা বলেন, - ‘এইটা কী ভেঙে (খুলে) বলতে হবে’। আমি তখন বলেছি- ‘মাফও চাই, দোয়াও চাই। ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই। আমার ইজ্জত বিক্রি করে আমার প্রোগ্রাম নিতে হবে না। এটাকে বাউল গান

পুরুষ বাউলদের নিয়ে বিস্ফোরক মন্তব্য হাসিনা সরকারের

মানিকগঞ্জের ঘিওরে গত ৪ অক্টোবর ইসলাম ও আল্লাহকে নিয়ে কটূক্তি করেন বাউল শিল্পী আবুল সরকার। তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। বিভিন্ন ধর্মীয় সংগঠন ও মুসল্লিরা তার দ্রুত গ্রেপ্তার এবং শাস্তির দাবি জানায়। অভিযোগের বিষয়ে পুলিশ নজর দেওয়ার পর ডিবি পুলিশ গত বৃহস্পতিবার ভোরে মাদারীপুর থেকে তাকে আটক করে। বর্তমানে তিনি কারাগারে আছেন।

এ ঘটনার রেশ না কাটতেই আরেক বাউল শিল্পী হাসিনা সরকার পুরুষ বাউলদের নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন।

এক ভিডিও বার্তায় তিনি জানান, নারী বাউল শিল্পীরা বিছানায় না গেলে তাদের কোনো প্রোগ্রামে ডাকা হয় না। তিনি নিজেও এ ধরনের পরিস্থিতির শিকার হয়েছেন বলে দাবি করেন, যদিও কোনো নির্দিষ্ট ব্যক্তির নাম উল্লেখ করেননি।

হাসিনা সরকার জানান, তিনি বিভিন্ন বাউল শিল্পীর কাছে প্রোগ্রামের জন্য অনুরোধ করতেন। তখন অনেকে তাকে ইঙ্গিত দিতেন— রাত ১২টার সময় ফোন দিলে চলে আছিস।

তিনি জানতে চাইলে তারা বলেন, - ‘এইটা কী ভেঙে (খুলে) বলতে হবে’। আমি তখন বলেছি- ‘মাফও চাই, দোয়াও চাই। ওই ধরনের প্রোগ্রাম আমার দরকার নাই। আমার ইজ্জত বিক্রি করে আমার প্রোগ্রাম নিতে হবে না। এটাকে বাউল গান বলে না। 

তিনি আরও বলেন, বাউল জগতে এখন এমনই পরিস্থিতি তৈরি হয়েছে যে নারী শিল্পীদের সুযোগ পেতে হলে কুপ্রস্তাবে রাজি হতে হয়। আমাকে ডাকুক বা না ডাকুক, তাতে আমার কিছু যায় আসে না।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow