পুরো অ্যাশেজ থেকেই কি ছিটকে গেলেন অজি তারকা?

অ্যাশেজের প্রথম টেস্ট দুই দিনেরও কম সময়ে জিতে অস্ট্রেলিয়া দারুণ সূচনা করেছে। তবে মাঠের বাইরে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে একটি প্রশ্ন—অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান পেস তারকা জশ হ্যাজেলউডকে কি আর দেখা যাবে এই সিরিজে? প্রথমে যেটি সাধারণ হ্যামস্ট্রিং সমস্যার মতো মনে হয়েছিল, সেটিই এখন রূপ নিয়েছে গুরুতর আশঙ্কায়। আর এই উদ্বেগই অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে নতুন চাপ তৈরি করেছে। সাম্প্রতিক রিপোর্টগুলো বলছে, শেফিল্ড শিল্ডে খেলার সময় হ্যাজেলউডের যে ব্যথা দেখা দেয়, তা কেবলমাত্র ‘স্ট্রেইন’ নয়— সম্ভাব্য টেন্ডন ইনজুরিতে রূপ নিয়েছে। এমনটাই জানিয়েছেন ক্রিকেট ইট অ্যাল-এর পিট লালর। তার ভাষায়, “যদি আশঙ্কাগুলো সত্যি হয়, তবে পুরো অ্যাশেজেই তাকে আর দেখা নাও যেতে পারে।” এসইএন-এর রিপোর্টেও একই সুর—ব্রিসবেন টেস্টের পর হ্যাজেলউডের খেলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। টম মরিস জানাচ্ছেন, “এখনো কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না, তিনি এই সিরিজে আবার মাঠে নামতে পারবেন কিনা।”

পুরো অ্যাশেজ থেকেই কি ছিটকে গেলেন অজি তারকা?
অ্যাশেজের প্রথম টেস্ট দুই দিনেরও কম সময়ে জিতে অস্ট্রেলিয়া দারুণ সূচনা করেছে। তবে মাঠের বাইরে সবচেয়ে বড় আলোচনার জন্ম দিয়েছে একটি প্রশ্ন—অস্ট্রেলিয়ার অন্যতম প্রধান পেস তারকা জশ হ্যাজেলউডকে কি আর দেখা যাবে এই সিরিজে? প্রথমে যেটি সাধারণ হ্যামস্ট্রিং সমস্যার মতো মনে হয়েছিল, সেটিই এখন রূপ নিয়েছে গুরুতর আশঙ্কায়। আর এই উদ্বেগই অস্ট্রেলিয়ার ড্রেসিং রুমে নতুন চাপ তৈরি করেছে। সাম্প্রতিক রিপোর্টগুলো বলছে, শেফিল্ড শিল্ডে খেলার সময় হ্যাজেলউডের যে ব্যথা দেখা দেয়, তা কেবলমাত্র ‘স্ট্রেইন’ নয়— সম্ভাব্য টেন্ডন ইনজুরিতে রূপ নিয়েছে। এমনটাই জানিয়েছেন ক্রিকেট ইট অ্যাল-এর পিট লালর। তার ভাষায়, “যদি আশঙ্কাগুলো সত্যি হয়, তবে পুরো অ্যাশেজেই তাকে আর দেখা নাও যেতে পারে।” এসইএন-এর রিপোর্টেও একই সুর—ব্রিসবেন টেস্টের পর হ্যাজেলউডের খেলার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। টম মরিস জানাচ্ছেন, “এখনো কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না, তিনি এই সিরিজে আবার মাঠে নামতে পারবেন কিনা।”

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow