পুরো দলকে বোনাস, তিন পারফর্মারকে রাজশাহীর বিশেষ পুরস্কার

ঢাকার বিপক্ষে দাপুটে জয়ের আনন্দ শুধু দুই পয়েন্টেই সীমাবদ্ধ রাখেনি রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচ শেষে মাঠের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ—সবার জন্যই বোনাস ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি। দলের প্রতিটি সদস্য পাচ্ছেন ১০ হাজার টাকা করে। পাশাপাশি ম্যাচে ব্যতিক্রমী অবদানের জন্য তানজিদ হাসান তামিম, রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন—এই তিনজনকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা করে বিশেষ বোনাস। ঢাকার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল রাজশাহী। টস জিতে ব্যাট করা ঢাকা বড় সংগ্রহ গড়তে পারেনি; মাঝের ওভারগুলোতে নিয়মিত উইকেট হারানোয় ইনিংস থামে ১৩১ রানে। এখানেই পার্থক্য গড়ে দেন রিপন ও সাকলাইন। শেষ ওভারে রিপনের হ্যাটট্রিক ঢাকার ইনিংস গুটিয়ে দেয়, আর চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে চার উইকেট নেওয়া সাকলাইনের নিয়ন্ত্রিত স্পেল চাপ আরও বাড়ায়। লক্ষ্য তাড়ায় কোনো তাড়া ছিল না রাজশাহীর ব্যাটিংয়ে। শুরুতেই দায়িত্ব নেন তানজিদ হাসান তামিম। আত্মবিশ্বাসী স্ট্রোকপ্লে আর ফাঁকা জায়গা খুঁজে নেওয়ার দক্ষতায় এক প্রান্ত আগলে রেখে তিনি ৪৩ বলে ৭৬ রান করেন। ফলাফল—মাত্র ১৬.১ ওভারেই সাত উইকেটের জয়। এই জয়ে প

পুরো দলকে বোনাস, তিন পারফর্মারকে রাজশাহীর বিশেষ পুরস্কার

ঢাকার বিপক্ষে দাপুটে জয়ের আনন্দ শুধু দুই পয়েন্টেই সীমাবদ্ধ রাখেনি রাজশাহী ওয়ারিয়র্স। ম্যাচ শেষে মাঠের পারফরম্যান্সে সন্তুষ্ট হয়ে খেলোয়াড়, কোচিং স্টাফ ও সাপোর্ট স্টাফ—সবার জন্যই বোনাস ঘোষণা করেছে ফ্র্যাঞ্চাইজিটি।

দলের প্রতিটি সদস্য পাচ্ছেন ১০ হাজার টাকা করে। পাশাপাশি ম্যাচে ব্যতিক্রমী অবদানের জন্য তানজিদ হাসান তামিম, রিপন মন্ডল এবং আব্দুল গাফফার সাকলাইন—এই তিনজনকে দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা করে বিশেষ বোনাস।

ঢাকার বিপক্ষে ম্যাচে শুরু থেকেই নিয়ন্ত্রণে ছিল রাজশাহী। টস জিতে ব্যাট করা ঢাকা বড় সংগ্রহ গড়তে পারেনি; মাঝের ওভারগুলোতে নিয়মিত উইকেট হারানোয় ইনিংস থামে ১৩১ রানে। এখানেই পার্থক্য গড়ে দেন রিপন ও সাকলাইন। শেষ ওভারে রিপনের হ্যাটট্রিক ঢাকার ইনিংস গুটিয়ে দেয়, আর চার ওভারে মাত্র ২৪ রান দিয়ে চার উইকেট নেওয়া সাকলাইনের নিয়ন্ত্রিত স্পেল চাপ আরও বাড়ায়।

লক্ষ্য তাড়ায় কোনো তাড়া ছিল না রাজশাহীর ব্যাটিংয়ে। শুরুতেই দায়িত্ব নেন তানজিদ হাসান তামিম। আত্মবিশ্বাসী স্ট্রোকপ্লে আর ফাঁকা জায়গা খুঁজে নেওয়ার দক্ষতায় এক প্রান্ত আগলে রেখে তিনি ৪৩ বলে ৭৬ রান করেন। ফলাফল—মাত্র ১৬.১ ওভারেই সাত উইকেটের জয়।

এই জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে রাজশাহী এবং তাদের প্লে-অফও নিশ্চিত হয়েছে। ম্যাচ শেষে ম্যানেজমেন্ট জানায়, এটি একক নৈপুণ্যের নয়—পুরো স্কোয়াডের সম্মিলিত প্রচেষ্টার ফল। সেই কারণেই খেলোয়াড়দের পাশাপাশি কোচিং ও সাপোর্ট স্টাফদেরও বোনাস দেওয়া হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow