পুলিশের ফায়ারিং অনুশীলনের সময় যুবক গুলিবিদ্ধ
চুয়াডাঙ্গায় পুলিশের মাস্কেট্রি অনুশীলনের সময় বাবু (৩২) নামের এক পথচারী যুবক গুলিবিদ্ধ হয়েছেন। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা বিজিবি ক্যাম্প এলাকায় পুলিশের ফায়ারিং অনুশীলন চলাকালে একটি গুলি গিয়ে বাবুর বুকে লাগে বলে জানান স্থানীয়রা। জানা যায়, বাবু মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন। গুলিবিদ্ধ বাবু চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ী এলাকার পুরাতন পাড়ার বাসিন্দা হামিদ উদ্দীনের ছেলে। গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কালবেলাকে বলেন, দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় এক রোগীকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছে। ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটল তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সব নিয়ম মেনে ও জনসাধ
চুয়াডাঙ্গায় পুলিশের মাস্কেট্রি অনুশীলনের সময় বাবু (৩২) নামের এক পথচারী যুবক গুলিবিদ্ধ হয়েছেন।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা বিজিবি ক্যাম্প এলাকায় পুলিশের ফায়ারিং অনুশীলন চলাকালে একটি গুলি গিয়ে বাবুর বুকে লাগে বলে জানান স্থানীয়রা।
জানা যায়, বাবু মোটরসাইকেলে করে চুয়াডাঙ্গা হায়দারপুর থেকে সাতগাড়ির দিকে যাচ্ছিলেন।
গুলিবিদ্ধ বাবু চুয়াডাঙ্গা শহরের সাতগাড়ী এলাকার পুরাতন পাড়ার বাসিন্দা হামিদ উদ্দীনের ছেলে।
গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে অবস্থার অবনতি হওয়ায় তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক কালবেলাকে বলেন, দুপুরে গুলিবিদ্ধ অবস্থায় এক রোগীকে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে রেফার্ড করা হয়েছে।
ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনাটি কীভাবে ঘটল তা তদন্ত করে দেখছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
এ বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, সব নিয়ম মেনে ও জনসাধারণকে সতর্ক করেই দুদিনব্যাপী ফায়ারিং কার্যক্রম চলছে। তবে গুলিটি কোথা থেকে এসে বিদ্ধ হয়েছে, তা তদন্ত করে দেখা হবে।
What's Your Reaction?