পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) মধ্যরাত থেকে পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোলায়মান ঢালী (৪৬)। তিনি মৃত আমজাদ ঢালীর ছেলে এবং বড় রায়পাড়া গ্রামের বাসিন্দা।  এ ছাড়া জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (৪০), পিতা মৃত আব্দুল মালেক প্রধান, গ্রামের নাম গোসাইচর। অন্যজন উপজেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু কালাম হোসেন (৪৮), পিতা আব্দুল বাতেন, গ্রামের নাম মনাইরকান্দী। সবাই গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা সংক্রান্ত মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হ

পুলিশের বিশেষ অভিযানে আ.লীগের তিন নেতা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (১৬ ডিসেম্বর) মধ্যরাত থেকে পরিচালিত এ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার ব্যক্তিরা আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। গ্রেপ্তারকৃতরা হলেন বালুয়াকান্দী ইউনিয়ন পরিষদের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সোলায়মান ঢালী (৪৬)। তিনি মৃত আমজাদ ঢালীর ছেলে এবং বড় রায়পাড়া গ্রামের বাসিন্দা। 

এ ছাড়া জেলা ছাত্রলীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন (৪০), পিতা মৃত আব্দুল মালেক প্রধান, গ্রামের নাম গোসাইচর। অন্যজন উপজেলা শ্রমিক লীগের সহ-সাংগঠনিক সম্পাদক আবু কালাম হোসেন (৪৮), পিতা আব্দুল বাতেন, গ্রামের নাম মনাইরকান্দী। সবাই গজারিয়া উপজেলার বিভিন্ন এলাকার বাসিন্দা।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সন্ত্রাস ও নাশকতা সংক্রান্ত মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow