পুলিশ আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয় : শাহজাহান চৌধুরী

সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছড়িয়ে পড়া বক্তব্য ঘিরে কয়েক দিন ধরেই আলোচনায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী। কখনো পুলিশকে নিজেদের আন্ডারে নিয়ে নিজেদের কথামতো কাজ করানো, কখনো নিজেকে ‘গার্ডিয়ান অব চিটাগাং’ দাবি, আবার কখনো নিজের পরিচয় দিয়ে বক্তব্য দিচ্ছেন। তবে তার এমন ‘বিতর্কিত’ ও ‘বিব্রতকর’ বক্তব্যের দায় নিচ্ছে না সংগঠন বা অন্য নেতারা। এবার গত ২২ অক্টোবর চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রশিবিরের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে শাজাহান চৌধুরীকে বলতে শোনা যায়, ‘পুলিশ আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয়। ওদিকে দেখছি, পুলিশ দাঁড়িয়ে আছে। কে খবর দিয়েছে জানি না, আমি পুলিশ-টুলিশ খবর দিই না।’  ওই ভিডিওতে এ জামায়াত নেতা আরও বলেন, ‘এমন কোনো বাপের ক্ষমতা কী আছে, দেখি এখন পুলিশকে বলুক! সবাই মিলে যদি পুলিশে বলে যে, শাহজাহান চৌধুরী এসেছে— তুমি (পুলিশ) যাও না। তখন পুলিশ বলবে, বাপরে বাপ! চিটাগাংয়ের সিংহ পুরুষ এসেছে কী বাধা দেব, আমি গিয়ে পাহারা দেব। আমি পুলিশ-টুলিশ খবর দিই না, কোনো কারণ ছাড়া সবাই আসে। আরকান রোডেও আসে, স্যার আসসালামু আলাইকু

পুলিশ আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয় : শাহজাহান চৌধুরী

সামাজিক যোগাযোগমাধ্যমে একের পর এক ছড়িয়ে পড়া বক্তব্য ঘিরে কয়েক দিন ধরেই আলোচনায় জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা শাহজাহান চৌধুরী। কখনো পুলিশকে নিজেদের আন্ডারে নিয়ে নিজেদের কথামতো কাজ করানো, কখনো নিজেকে ‘গার্ডিয়ান অব চিটাগাং’ দাবি, আবার কখনো নিজের পরিচয় দিয়ে বক্তব্য দিচ্ছেন। তবে তার এমন ‘বিতর্কিত’ ও ‘বিব্রতকর’ বক্তব্যের দায় নিচ্ছে না সংগঠন বা অন্য নেতারা।

এবার গত ২২ অক্টোবর চট্টগ্রামের বাঁশখালীতে ছাত্রশিবিরের এক অনুষ্ঠানে দেওয়া বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। সেখানে শাজাহান চৌধুরীকে বলতে শোনা যায়, ‘পুলিশ আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয়। ওদিকে দেখছি, পুলিশ দাঁড়িয়ে আছে। কে খবর দিয়েছে জানি না, আমি পুলিশ-টুলিশ খবর দিই না।’ 

ওই ভিডিওতে এ জামায়াত নেতা আরও বলেন, ‘এমন কোনো বাপের ক্ষমতা কী আছে, দেখি এখন পুলিশকে বলুক! সবাই মিলে যদি পুলিশে বলে যে, শাহজাহান চৌধুরী এসেছে— তুমি (পুলিশ) যাও না। তখন পুলিশ বলবে, বাপরে বাপ! চিটাগাংয়ের সিংহ পুরুষ এসেছে কী বাধা দেব, আমি গিয়ে পাহারা দেব। আমি পুলিশ-টুলিশ খবর দিই না, কোনো কারণ ছাড়া সবাই আসে। আরকান রোডেও আসে, স্যার আসসালামু আলাইকুম, এমনে (অঙ্গভঙ্গি) স্যালুট দেয়। আগে আমাকে গ্রেপ্তার করত, এখন স্যালুট দেয়। এগুলো আল্লাহ তায়ালার কুদরত।’

এ বিষয়ে জামায়াতে ইসলামীর চট্টগ্রাম মহানগরীর সেক্রেটারি জেনারেল অধ্যক্ষ নুরুল আমিন বলেন, ‘গত ২৪ নভেম্বর শাহজাহান চৌধুরীর বিব্রতকর বক্তব্যের কারণে কেন্দ্র থেকে তাকে নোটিশ করা হয়েছে। সাত কার্যদিবসের মধ্যে নোটিশের জবাব দিতে বলা হয়েছে। ওই ঘটনার আগে পিছে আরও কোনো বিব্রতকর বক্তব্য তিনি দিয়েছেন কি না, সে বিষয়ে অবগত নই।’

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow