পুলিশ লাইনস লাগোয়া পার্কিংয়ে বাসে আগুন

কক্সবাজারের পুলিশ লাইনস লাগোয়া বাস কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দোয়েল এক্সপ্রেস নামে একটি পরিবহন প্রতিষ্ঠানের বাসটিতে হঠাৎ ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর আগুন নেভানোর তৎপরতা শুরু করেন। কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, পরে জানা যাবে৷ তবে ফায়ার সার্ভিস বলছে ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে, বাসের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পেয়ে স্থানীয় এবং পথচারীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা সঠিক কারণ বুঝতে না পারলেও অনেক বলছেন সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা হতে পারে। তবে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানিয়েছেন, বাসের চালকের সঙ্গে কথা বলেছি, হেলপার ভেতরে ছিল সাউন্ডবক্সে গান শুনছিল। হয়তো কোনো দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে প

পুলিশ লাইনস লাগোয়া পার্কিংয়ে বাসে আগুন

কক্সবাজারের পুলিশ লাইনস লাগোয়া বাস কাউন্টারের পার্কিংয়ে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১১টা ৪৫ মিনিটের দিকে দোয়েল এক্সপ্রেস নামে একটি পরিবহন প্রতিষ্ঠানের বাসটিতে হঠাৎ ভয়াবহ আগুনের সূত্রপাত হয়। তাৎক্ষণিক খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে উপস্থিত হওয়ার পর আগুন নেভানোর তৎপরতা শুরু করেন।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক মোহাম্মদ তানহারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, আগুন লাগার কারণ এখনো জানা যায়নি, পরে জানা যাবে৷ তবে ফায়ার সার্ভিস বলছে ইতোমধ্যে আগুন নিয়ন্ত্রণে এনেছে, বাসের সামনের অংশ বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হঠাৎ করে বাসটিতে আগুন জ্বলতে দেখতে পেয়ে স্থানীয় এবং পথচারীদের মাঝে আতঙ্কের সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা সঠিক কারণ বুঝতে না পারলেও অনেক বলছেন সিগারেটের আগুন থেকে এই দুর্ঘটনা হতে পারে।

তবে কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ছমি উদ্দিন জানিয়েছেন, বাসের চালকের সঙ্গে কথা বলেছি, হেলপার ভেতরে ছিল সাউন্ডবক্সে গান শুনছিল। হয়তো কোনো দুর্ঘটনাবশত আগুন লেগে থাকতে পারে। কেউ হতাহত হয়নি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow