পৃথিবী ভ্রমণের তাগিদ
আল্লাহতায়ালা বলেন, ‘তোমাদের পূর্বে বহু জাতি ও তাদের আদর্শ অতিবাহিত হয়েছে। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যাবাদীদের কী পরিণাম।’ (সুরা আলে ইমরান: ১৩৭) শিক্ষা ১. আল্লাহ আমাদের পাঠিয়েছেন শেষ নবীর উম্মত হিসেবে। আমাদের পূর্বে আরও অনেক নবী ও উম্মতের যুগ অতিবাহিত হয়েছে। ২. প্রত্যেক নবী ও তাদের জাতির ভিন্ন ভিন্ন জীবনাদর্শ ও রীতিনিতি ছিল। আজ তাদের কোনো বিধান পৃথিবীতে নেই। ৩. পূর্বের উম্মতদের সংস্কৃতি ও জীবনকার যেমন সমাপ্ত হয়েছে, তেমনি আমাদের এই যুগেরও শেষ ও সমাপ্তি আছে। ৪. পৃথিবীতে আল্লাহ পূর্ববর্তী জাতিদের অনেক নিদর্শন এখনো রেখে দিয়েছেন। যারা আল্লাহর নির্দেশনা মানেনি তাদের পরিণামের চিহ্ন এখনো বিদ্যমান। সেসব ভ্রমণ করা ও সেখান থেকে শিক্ষা নেওয়া।
আল্লাহতায়ালা বলেন, ‘তোমাদের পূর্বে বহু জাতি ও তাদের আদর্শ অতিবাহিত হয়েছে। সুতরাং তোমরা পৃথিবীতে ভ্রমণ করো এবং দেখো মিথ্যাবাদীদের কী পরিণাম।’ (সুরা আলে ইমরান: ১৩৭)
শিক্ষা
১. আল্লাহ আমাদের পাঠিয়েছেন শেষ নবীর উম্মত হিসেবে। আমাদের পূর্বে আরও অনেক নবী ও উম্মতের যুগ অতিবাহিত হয়েছে।
২. প্রত্যেক নবী ও তাদের জাতির ভিন্ন ভিন্ন জীবনাদর্শ ও রীতিনিতি ছিল। আজ তাদের কোনো বিধান পৃথিবীতে নেই।
৩. পূর্বের উম্মতদের সংস্কৃতি ও জীবনকার যেমন সমাপ্ত হয়েছে, তেমনি আমাদের এই যুগেরও শেষ ও সমাপ্তি আছে।
৪. পৃথিবীতে আল্লাহ পূর্ববর্তী জাতিদের অনেক নিদর্শন এখনো রেখে দিয়েছেন। যারা আল্লাহর নির্দেশনা মানেনি তাদের পরিণামের চিহ্ন এখনো বিদ্যমান। সেসব ভ্রমণ করা ও সেখান থেকে শিক্ষা নেওয়া।
What's Your Reaction?