পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ নিয়ে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সময়সীমা বেঁধে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে ১৭ ডিসেম্বর থেকে মাঠে নামবেন। এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “পে-স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, এতে অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে এটি ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি।” তিনি এসব কথা বুধবার (১০ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে জানান। এর আগে, রাজধানীর এক হোটেলে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত সেমিনারে অংশ নিয়ে তিনি দেশের দরিদ্রতা, প্রকল্প বাস্তবায়নের জটিলতা এবং দুর্নীতি ইত্যাদি প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, উদ্যোগী তৈরি করা অত্যন্ত জরুরি, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, কারণ তারা পরিবার ও সমাজের কল্যাণে বেশি অবদান রাখেন। ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, শহরের সম্পত্তি বাড়ছে, তবে গ্রামীণ এলাকা আরও আকর্ষণীয় ও উন্নত করতে হবে। এসডিএফের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে এবং সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে। উল্লেখ্য, জুলাই মাসে সরকারি চাকরিজীব

পে-স্কেলের গেজেট নিয়ে নতুন বার্তা দিলেন অর্থ উপদেষ্টা

সরকারি চাকরিজীবীদের নবম পে-স্কেলের চূড়ান্ত গেজেট প্রকাশ নিয়ে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে সময়সীমা বেঁধে কঠোর কর্মসূচি ঘোষণা করা হয়েছে। তারা জানিয়েছেন, নির্ধারিত সময়ের মধ্যে গেজেট প্রকাশ না হলে ১৭ ডিসেম্বর থেকে মাঠে নামবেন।

এ বিষয়ে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, “পে-স্কেল ঘোষণা করা সহজ কাজ নয়, এতে অনেকগুলো বিষয় জড়িত। কর্মচারীদের আলটিমেটামের মধ্যে এত কম সময়ে এটি ঘোষণা করা সম্ভব হবে না। আমরা কাজ করছি।” তিনি এসব কথা বুধবার (১০ ডিসেম্বর) সংবাদমাধ্যমকে জানান।

এর আগে, রাজধানীর এক হোটেলে সোস্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত সেমিনারে অংশ নিয়ে তিনি দেশের দরিদ্রতা, প্রকল্প বাস্তবায়নের জটিলতা এবং দুর্নীতি ইত্যাদি প্রসঙ্গে মন্তব্য করেন। তিনি বলেন, উদ্যোগী তৈরি করা অত্যন্ত জরুরি, বিশেষ করে নারীদের ক্ষেত্রে, কারণ তারা পরিবার ও সমাজের কল্যাণে বেশি অবদান রাখেন।

ড. সালেহউদ্দিন আহমেদ আরও বলেন, শহরের সম্পত্তি বাড়ছে, তবে গ্রামীণ এলাকা আরও আকর্ষণীয় ও উন্নত করতে হবে। এসডিএফের কার্যক্রমকে আরও শক্তিশালী করতে হবে এবং সুবিধাভোগীর সংখ্যা বাড়াতে হবে।

উল্লেখ্য, জুলাই মাসে সরকারি চাকরিজীবীদের সুযোগ-সুবিধা পর্যালোচনায় অন্তর্বর্তী সরকারের গঠিত পে কমিশনকে ছয় মাসের মধ্যে সুপারিশ জমা দেওয়ার সময় বেঁধে দেওয়া হয়েছিল। কমিশনের হাতে এখনও সময় রয়েছে আগামী ১৪ ফেব্রুয়ারি পর্যন্ত।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow