পোশাক থেকে মেহেদির দাগ দূর করার ঘরোয়া টিপস
বিয়ের মরশুম শুরু হতে চলছে। নিজেকে সাজাতে অনেকেই চুলে মেহেদি লাগান বা বিয়ের উৎসবে হাতে মেহেদি পরেন। মেহেদিতে হাত রাঙাতে অনেকেই পছন্দ করেন। কিন্তু সমস্যা শুরু হয় পছন্দের পোশাকে মেহেদির দাগ লেগে গেলে। তখন মন খারাপের শেষ থাকে না। তাই জেনে নেওয়া যাক নিজের পোশাক থেকে কীভাবে মেহেদির দাগ তুলবেন- ১. সহজ একটি পদ্ধতি,যা আপনার পোশাকে লেগে থাকা মেহেদির দাগ তুলতে সাহায্য করবে। এজন্য দাগযুক্ত অংশটি কিছুক্ষণ গরম পানিতে ডুবিয়ে রাখতে পারেন বা পোশাকটি গরম পানিতে ভালোভাবে ফুটিয়ে নিতে পারেন। এতে জামায় লেগে থাকা মেহেদির দাগ ধীরে ধীরে উঠে যাবে। ২. গরম পানিতে ফুটিয়ে নেওয়ার পাশাপাশি লিকুইড সাবান দিয়ে পরিষ্কার করে নিন। তবে আগে ঠান্ডা পানিতে সাবান দিয়ে পোশাকটি ভিজিয়ে রাখুন। প্রয়োজনে ওই অংশ দিয়ে স্ক্রাব করে নিন। ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিন। তার পরে পানি দিয়ে ধুয়ে নিন। এর পরেও জামা থেকে মেহেদির রং না উঠলে গরম পানি ফুটিয়ে নিতে পারেন। ৩. মেহেদি লাগা কাপড়টিতে যদি দাগ থাকে তাহলে দুধ গরম করে নিন (খুব বেশি গরম নয়)। এরপর দাগ লাগা অংশ দুধে চুবিয়ে রাখুন ২০-৩০ মিনিট। এরপর নরম কাপড় অথবা পুরোনো টুথব্রাশ দিয়ে আলতো ঘষে পরিষ্কার
বিয়ের মরশুম শুরু হতে চলছে। নিজেকে সাজাতে অনেকেই চুলে মেহেদি লাগান বা বিয়ের উৎসবে হাতে মেহেদি পরেন। মেহেদিতে হাত রাঙাতে অনেকেই পছন্দ করেন। কিন্তু সমস্যা শুরু হয় পছন্দের পোশাকে মেহেদির দাগ লেগে গেলে। তখন মন খারাপের শেষ থাকে না।
তাই জেনে নেওয়া যাক নিজের পোশাক থেকে কীভাবে মেহেদির দাগ তুলবেন-
১. সহজ একটি পদ্ধতি,যা আপনার পোশাকে লেগে থাকা মেহেদির দাগ তুলতে সাহায্য করবে। এজন্য দাগযুক্ত অংশটি কিছুক্ষণ গরম পানিতে ডুবিয়ে রাখতে পারেন বা পোশাকটি গরম পানিতে ভালোভাবে ফুটিয়ে নিতে পারেন। এতে জামায় লেগে থাকা মেহেদির দাগ ধীরে ধীরে উঠে যাবে।
২. গরম পানিতে ফুটিয়ে নেওয়ার পাশাপাশি লিকুইড সাবান দিয়ে পরিষ্কার করে নিন। তবে আগে ঠান্ডা পানিতে সাবান দিয়ে পোশাকটি ভিজিয়ে রাখুন। প্রয়োজনে ওই অংশ দিয়ে স্ক্রাব করে নিন। ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিন। তার পরে পানি দিয়ে ধুয়ে নিন। এর পরেও জামা থেকে মেহেদির রং না উঠলে গরম পানি ফুটিয়ে নিতে পারেন।
৩. মেহেদি লাগা কাপড়টিতে যদি দাগ থাকে তাহলে দুধ গরম করে নিন (খুব বেশি গরম নয়)। এরপর দাগ লাগা অংশ দুধে চুবিয়ে রাখুন ২০-৩০ মিনিট। এরপর নরম কাপড় অথবা পুরোনো টুথব্রাশ দিয়ে আলতো ঘষে পরিষ্কার করে নিন। দাগ উঠে যাবে।
৪. শুধু মেহেদির নয়,পোশাকের থেকে যেকোনো জেদি দাগ তুলতেও বেকিং সোডা ও ভিনিগার ব্যবহার করা যায়। ২ চামচ বেকিং সোডার সঙ্গে ভিনিগার মিশিয়ে ঘন পেস্ট বানান। তারপর এই মিশ্রণটি জামার দাগযুক্ত অংশে ২০ মিনিট রাখুন। এরপর পানি দিয়ে ধুয়ে ফেলুন। এতে সব ধরনের দাগ উঠে যাবে।
৫. লেবুর রসের ব্লিচিং উপাদান মেহেদির তুলে ফেলতে দারুণ কার্যকরী। পোশাক থেকে মেহেদির দাগ তুলতে লেবুর রস ব্যবহার করা যায়। লেবুর রসের সাথে বেকিং সোডা মিশিয়ে একটি পেস্ট তৈরি করে দাগের উপর লাগিয়ে ২০ মিনিট রেখে ধুয়ে ফেলুন। এছাড়া, লেবুর রস সরাসরি দাগের উপর ঘষে রোদে শুকিয়ে সাবান দিয়ে ধুতে পারেন, অথবা হালকা গরম পানি লেবুর রস মিশিয়ে তাতে কাপড়টি ভিজিয়ে রাখতে পারেন। এতে দ্রুতই মেহেদির দাগ উঠে যাবে।
সূত্র: দ্য টাইমস অব ইন্ডিয়া, স্টাইল অ্যাট লাইফ
আরও পড়ুন:
প্লাস্টিকের বালতি ও মগ পরিষ্কার করার সহজ ঘরোয়া উপায়
বাথরুমের শাওয়ার পরিষ্কার করবেন যেভাবে
এসএকেওয়াই/এমএস
What's Your Reaction?