পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা কার্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের কক্ষ থেকে মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্যস্ততম পৌরসভা চত্বরে এমন ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।  নিহত মর্জিনা বেগম পৌর শহরের দেবগ্রাম এলাকার মো. ইসমাইল মিয়ার স্ত্রী। তিনি পৌরশহরের সড়কবাজারে সবজি বিক্রি করতেন।  স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালের দিকে পৌরসভার কার্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষের ভিতরে মরদেহটি দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ওই স্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ।  পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনের একটি কক্ষের মেঝেতে নিহতের মরদেহটি পড়ে ছিল এবং তার গলায় পরনের কাপড় পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।

পৌরসভার পরিত্যক্ত ভবনে মিলল নারীর মরদেহ 

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া পৌরসভা কার্যালয়ের একটি পরিত্যক্ত ভবনের কক্ষ থেকে মর্জিনা বেগম (৪৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। ব্যস্ততম পৌরসভা চত্বরে এমন ঘটনা এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়। 

নিহত মর্জিনা বেগম পৌর শহরের দেবগ্রাম এলাকার মো. ইসমাইল মিয়ার স্ত্রী। তিনি পৌরশহরের সড়কবাজারে সবজি বিক্রি করতেন। 

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকালের দিকে পৌরসভার কার্যালয়ের একটি পরিত্যক্ত কক্ষের ভিতরে মরদেহটি দেখে পুলিশকে খবর দেয় এলাকাবাসী। খবর পেয়ে ওই স্থান থেকে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায় পুলিশ। 

পুলিশ জানায়, পরিত্যক্ত ভবনের একটি কক্ষের মেঝেতে নিহতের মরদেহটি পড়ে ছিল এবং তার গলায় পরনের কাপড় পেঁচানো অবস্থায় পাওয়া গেছে। কী কারণে এবং কারা এ ঘটনা ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। মৃত্যুর রহস্য উদঘাটনে আমরা কাজ করছি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow